Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইরানে বাস উল্টে চালকসহ নিহত ৮

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ মার্চ, ২০১৯, ১১:৪৮ পিএম

ইরানের কম-তেহরান মহাসড়কে বাস উল্টে চালকসহ আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩৬ জন।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, শুক্রবার (১ মার্চ) স্থানীয় সময় ভোর ৭ টা ৪০ মিনিটে ৪৪ জন যাত্রী নিয়ে একটি ভলভো বাস তেহরানের দিকে যাচ্ছিলো। এসময় তেহরানের দক্ষিণ-পূর্ব প্রদেশের কাছাকাছি পৌঁছানোর এক পর্যায়ে চালক ঘুমিয়ে পড়লে বাসটি উল্টে যায়। এতে চালকসহ আটজন নিহত হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) মতে, বিশ্বে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটা দেশগুলোর মধ্যে ইরান অন্যতম। পর্যাপ্ত বিনিয়োগের অভাবে ইরানের পুরাতন এবং ত্রুটিযুক্ত যানবাহনগুলো আধুনিকীকরণ করা যাচ্ছে না।

এর আগে ২০১৮ সালের ডিসেম্বরে উত্তর-পশ্চিম তেহরানের পাহাড়ি রাস্তার পাশে ছাত্রদের বহনকারী একটি বাস দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইরান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ