Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইয়ুব বাচ্চু স্মরণে ‘তুমি ছাড়া’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০১৯, ৫:৩৪ পিএম

অসংখ্য ভক্তদের কাঁদিয়ে ১৮ অক্টোবর না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বাংলা ব্যান্ড সঙ্গীতের কিংবদন্তি আইয়ুব বাচ্চু। তিনি চলে গেলেও তার সঙ্গীতের মাধ্যমে অমর হয়ে আছেন ভক্তদের মনে। যতদিন বাংলা ব্যান্ড থাকবে ততদিন অমর থাকবেন আইয়ুব বাচ্চু।
প্রয়াত আইয়ুব বাচ্চু স্মরণে গান করছে কলকাতার ফকিরা ব্যান্ডের সদস্য অপূর্ব দাস ও তিমির বিশ্বাস। গানের শিরোনাম ‘তুমি ছাড়া’। অপূর্ব দাসের কথা ও সুরে গানটিতে কন্ঠ দিয়েছেন তিমির বিশ্বাস। তিমির বিশ্বাসের সঙ্গীতায়োজনে ‘তুমি ছাড়া’ গানটিতে গিটার বাজিয়েছেন অপূর্ব দাস।
আইয়ুব বাচ্চুকে নিয়ে অপূর্ব বলেন, ‘আমার সঙ্গীত জীবনে এক বিরাট অংশ জুড়ে আছেন স্যার আইয়ুব বাচ্চু। উনি যখন আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন তখন মনে হয়েছিল নিজের পরিবারের একজনকে হারালাম। একজন অভিভাবককে হারালাম।একটা বিরাট শূণ্যতা, এ শূন্যতা পূরণ হওয়ার নয়। স্যারের প্রতি একান্ত ভালোবাসার জায়গা থেকে গানটি করা।’
অপূর্ব আরো বলেন, ‘আমার বিশ্বাস গানটি শ্রোতাদের ভালো লাগবে। ‘তুমি ছাড়া’ মার্চের তৃতীয় সপ্তাহে ইউডি সিরিজের ব্যানারে মুক্তি পাবে। এছাড়া গানটি শোনা যাবে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম এবং ইউটিউবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সঙ্গীত


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ