বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
তামাকজাত পণ্যের বিজ্ঞাপন প্রচার করায় সুপারশপ মীনা বাজারকে দেড়লাখ টাকা জরিমানা করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার রাজধানীর মোহাম্মদপুরের মোহাম্মদিয়া হাউজিং সোসাইটি এলাকায় অবস্থিত মীনা বাজারে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর বেনসন অ্যান্ড হেজেস ব্র্যান্ডের সিগারেটের বিজ্ঞাপন প্রচার করায় এ জরিমানা করা হয়। ডিএনসিসি’র অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে এই আদালত পরিচালনা করেন। অভিযান শেষে নাহিদ আহসান বলেন, তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন মোতাবেক তামাকজাত দ্রব্যের সব ধরনের বিজ্ঞাপন প্রচার-প্রচারণা নিষিদ্ধ। তারপরেও চেইনশপ মীনা বাজার ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর বেনসন অ্যান্ড হেজেস সিগারেটের বিজ্ঞাপন প্রচার করেছে। এই অপরাধ পুনরায় করলে তাদের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানিয়েছেন তিনি। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় সহায়তায় ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন অঞ্চল-৫ এর স্বাস্থ্য পরিদর্শক আব্দুল খালেক মজুমদার ও ঢাকা আহছানিয়া মিশনের প্রতিনিধিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।