Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গুলির নির্দেশ দেননি মাদুরো

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৫ এএম

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বেসামরিক লোকের ওপর গুলি চালানোর নির্দেশ দেননি। সোমবার সংবাদ বিষয়ক অনুষ্ঠান ডেমোক্রেসি নাও-তে এসে দেশটির পররাষ্ট্রমন্ত্রী জর্জ আরেয়াজা একথা বলেন। তিনি আরো বলেন, টেলিভিশন দেখার সময় আপনার মনে হতে পারে যে মাদুরো জনতার ওপর গুলি চালানোর জন্য সেনা সদস্যদের নির্দেশ দিয়েছেন। কিন্তু এটা সত্য নয়। আরেয়াজা বলেন, ভেনিজুয়েলা সরকার খুবই সতর্কতা ও বিচক্ষণতার সাথে আক্রমণ মোকাবেলা করেছে। ভেনিজুয়েলা কর্তৃপক্ষ ২৩ ফেব্রুয়ারি অবরুদ্ধ কলম্বিয়া ও ব্রাজিল সীমান্ত দিয়ে বিরোধী দলের মানবিক ত্রাণবাহী চালান দেশের ভেতরে আনার প্রচেষ্টাকে সার্বভৌমত্বের ওপর আক্রমণ হিসেবেই অভিহিত করে থাকে। সীমান্তের কাছে মোতায়েন ভেনিজুয়েলার ন্যাশনাল গার্ড দেশটিকে ক্রাণবাহী চালান ঢুকতে দেয়নি। বেশ কয়েকটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়া হয়েছে। এ সময় উভয় পক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন কলম্বিয়ার নাগরিকসহ কয়েকশ লোক আহত হয়। বিভিন্ন খবরে বলা হয়েছে, উভয় পক্ষের সংঘর্ষে চার জন থেকে ২৫ জন নিহত হয়েছে। বিরোধী দল জানিয়েছে, ২৩ ফেব্রুয়ারি থেকে প্রায় ১৬০ জন সৈন্য কলম্বিয়ায় চলে এসেছে। কারণ তারা আর মাদুরোকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকার করে না। তাস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গুলি

১৬ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ