Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নারায়ণগঞ্জ নগরীর চাষাড়ায় সুলতান ভাই কাচ্চি’র ম্যানেজার ও কর্মচারিকে ভবন মালিকের গুলি

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:২৬ পিএম

বিদ্যুৎ বিল ও পানির সংযোগকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় এক ভবন মালিকের গুলিতে রেস্টুরেন্টে ম্যানেজার ও কর্মচারী গুলিবিদ্ধ হয়েছে। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার রাত দশটার দিকে নবাব সলিমুল্লাহ রোডের আঙ্গুরা প্লাজার নীচে এ ঘটনায় ঘটে। এ ঘটনায় ভবন মালিক আজাহার তালুকদারকে অস্ত্র সহ আটক করেছে পুলিশ।
গুলিবিদ্ধরা হলেন, আঙ্গুরা প্লাজার ভাড়াটিয়া ‘সুলতান ভাই কাচ্চি’ নামে রেস্টুরেন্টে মহাব্যবস্থাপক (জেনারেল ম্যানেজার) শফিউর রহমান কাজল ও রেস্টুরেন্টের কর্মচারী মো. জনি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সাড়ে নয়টার দিকে রেস্টুরেন্টে দ্বিতীয় তলায় বিদ্যুৎ বিল ও পানির সংযোগ নিয়ে কথাকাটাকাটি হয় ম্যানেজার কাজল ও ভবনের মালিক আজাহারের সাথে। এর জেরে বাড়ির চারতলা থেকে দুটি আগ্নেয়াস্ত্র নিয়ে রেস্টুরেন্টের গেটের সামনে ম্যানেজার কাজরের পায়ে গুলি করে। এসময় রেস্টুরেন্টের কর্মচারীরা ছুটে আসলে ওই ভবন মালিক আরও কয়েকটি ছুলি করে এসময় জনি নামে এক কর্মচারীও পায়ে গুলিবৃদ্ধি হলে দ্রুত স্থান ত্যাগ করে চলে যায় ভবনের মালিক। এসময় পথচারীরা তাদের উদ্ধার করে নগরীর খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ গিয়ে ভবন মালিক আজাহার তালুকদারকে আটক করেন। এসময় জব্দ করেন একটি একটি পিস্তল ও একটি শর্টগান।
নারায়ণগঞ্জের অতিরক্তি পুলিশ সুপার চাউলাউ মারমা জানান, ভবন মালিককে আটকের পর অস্ত্রের লাইসেন্স আছে কি না তা যাচাই করা হচ্ছে।তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম পক্রিয়াধীন বলে জানায় পুলিশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গুলি

১৬ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ