Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদের পদত্যাগ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৫ এএম

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ পদত্যাগ করেছেন। সোমবার রাতে নিজের ইনস্টাগ্রাম পেজে দেওয়া এক পোস্টে নিজের পদত্যাগের খবর জানান তিনি। ওই পোস্টে তিনি লিখেছেন, হযরত ফাতিমা জাহরা সালামুল্লাহি আলাইহার পবিত্র জন্মবার্ষিকী এবং নারী দিবস উপলক্ষে দেশবাসীকে অভিনন্দন জানাচ্ছি। সেইসঙ্গে গত ৬৭ মাস ধরে দায়িত্ব পালনের সময় সরকার ও জনগণের কাছ থেকে যে সহযোগিতা পেয়েছি সেজন্য আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব চালিয়ে যেতে না পারা এবং এতদিন দায়িত্ব পালনের সময় যেসব ভুলত্রæটি হয়েছে সেজন্য আমি সবার কাছে বিনীত ক্ষমা প্রার্থনা করছি। মোহাম্মদ জাওয়াদ জারিফইনস্টাগ্রাম পেজে দেওয়া ওই পোস্টে অবশ্য পদত্যাগের কোনও কারণ উল্লেখ করেননি মোহাম্মদ জাওয়াদ জারিফ। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বার্তা সংস্থা ইরনাকে দেওয়া এক সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের খবর নিশ্চিত করেছেন। তবে তিনি এ সম্পর্কে বিস্তারিত আর কিছু জানাতে অপারগতা প্রকাশ করেন। সাইয়্যেদ মুসাভি পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের পদত্যাগ করার খবর নিশ্চিত করলেও প্রেসিডেন্ট হাসান রুহানি পদত্যাগপত্র গ্রহণ করেছেন কিনা সে সম্পর্কে এখনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। পার্সটুডে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইরান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ