Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্বকাপ খেলতে দিল্লি যাচ্ছে শ্যুটিং দল

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০১৯, ৮:১৬ পিএম

ভারতের দিল্লিতে বৃহস্পতিবার শুরু হয়েছে শ্যুটিং বিশ্বকাপ। ইন্টারন্যাশনাল শ্যুটিং স্পোর্ট ফেডারেশনের (আইএসএসএফ) ব্যবস্থাপনায় বিশ্ব শ্যুটিংয়ের সর্বোচ্চ এ আসরে অংশ নিচ্ছে বাংলাদেশ। যে লক্ষ্যে শুক্রবার সকালে দিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়ছে ১৪ সদস্যের জাতীয় শ্যুটিং দল। দলে ১১ শ্যুটার, দুই কোচ ও একজন কর্মকর্তা রয়েছেন। প্রশিক্ষকদের মধ্যে রাইফেল কোচ হিসেবে দলের সঙ্গে যাচ্ছেন স্থানীয় গোলাম সফিউদ্দিন খান ও পিস্তল কোচ কোরিয়ান কিম ইল ইয়ং। বাংলাদেশের দলের শ্যুটারদের মধ্যে শাকিল আহমেদ, নুর হাসান আলিফ, আবদুর রাজ্জাক, আরদিনা ফেরদৌস, আরমিন আশা ও নিলুফা ইয়াসমিন- এই ছয়জন খেলবেন পিস্তল ইভেন্টে। এবং আবদুল্লাহ হেল বাকি, রবিউল ইসলাম, অর্ণব শারার লাদিফ, সৈয়দা আতকিয়া হাসান দিশা, উম্মে জাকিয়া সুলতানা টুম্পাসহ পাঁচজন অংশ নেবেন রাইফেলে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্বকাপ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ