বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিলেট নগরীতে জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত অভিযানে একাধিক রেস্টুরেন্টে পচা ও বাসি খাবার পাওয়ায় জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২টি রেস্টুরেন্ট, ১টি মুদি দোকান ও ১টি ফলের দোকানকে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নগরীর বন্দরবাজারে অভিযানে নামে ভ্রাম্যমাণ আদালত। প্রায় ২ ঘন্টাব্যাপী এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালিক রুমাইয়া।
অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন এবং বাসি ও পচা খাদ্যদ্রব্য থাকায় বন্দর বাজারের হোটেল এশিয়াকে ২৫ হাজার টাকা ও নোঙর রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মূল্য তালিকা না থাকায় তামিমা ফল ভান্ডারকে ৩ হাজার টাকা ও মাদানিয়া ফ্রুট সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
এ সময় উপস্থিত ছিলেন বাজার মনিটরিং কর্মকর্তা শাহ মোহাম্মাদ মোরশেদ কাদের, সিভিল সার্জন অফিসের জেলা স্যানেটারি ইন্সপেক্টর স্নিগে¦ন্দু সরকার, পুলিশের এসআই রেজাউল হাসানসহ প্রশাসনিক কর্মকর্তারা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।