মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে আত্মঘাতী বোমা হামলায় এ পর্যন্ত দেশটির বিশেষায়িত সামরিক বাহিনী রেভল্যুশনারি গার্ডের ২৭ সদস্য নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
হামলায় আহত হয়েছে আরও ১০ সদস্য।
সিসতান-বালুচিস্তান প্রদেশে পাকিস্তান সীমান্তের কাছে নিরাপত্তা বাহিনীর সদস্যদের বাসকে লক্ষ্য করে চালানো হয় এই হামলা।
রেভল্যুশনারি গার্ডের স্থানীয় শাখা থেকে জানানো হয়েছে, তাদের পদাতিক বাহিনীর একটি ইউনিট বুধবার পাকিস্তান সীমান্তে কাজ সেরে ঘাঁটিতে ফিরছিল। খাশ-জাহেদান রোডে তাদের বাস ওঠার পর বাসটির পাশে একটি বিস্ফোরক ভর্তি গাড়ি চলে এসে আচমকাই বিস্ফোরিত হয়।
টুইটারে এ হামলার দায় স্বীকার করেছে স্থানীয় জঙ্গি সংগঠন জাইশ আল-আদল।
বিবিসি জানিয়েছে, পাকিস্তান সীমান্তের কাছাকাছি এলাকাটি অস্ত্র ও মাদক চোরাচালানকারীদের নিয়ন্ত্রণে। এলাকাটি আফিম চোরাচালানের জন্য কুখ্যাত। সেখানে প্রায়ই ইরানের সরকারি বাহিনী ও বালুচ বিচ্ছিন্নতাবাদী এবং চোরাচালানিদের মধ্যে সংঘর্ষ হয়।
১৯৭৯ সালে ইসলামিক বিপ্লবের কিছু পরে ইরানে গঠিত হয় রেভল্যুশনারি গার্ড বাহিনী। এই বাহিনীই দেশটির প্রধান সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিক বাহিনী হিসেবে কাজ করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।