Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেলায় একটি গুরত্বপূর্ণ বই

ফাহিম হাসান | প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:১৮ পিএম

'প্রেক্ষিত পার্বত্য চট্টগ্রাম সত্য মিথ্যা অপপ্রচার'।লিখেছেন মাহের ইসলাম। তিনি ঐ এলাকায় ছিলেন পেশাদারি কর্মে। তাই দিব্য চোখে দেখেছেন অনেক কিছুই।খাগড়াছড়ি-রাংগামাটি-বান্দরবান----এসব এলকার ভূমিরুপ, জলবায়ু, জনজীবন,বনভূমি খনিজ সম্পদে পূর্ণ। এসব নানা কারণে আন্তর্জাতিক গুরুত্বও বেড়েছে বহুগুন। অতীতে এ এলাকার গুরুত্ব সম্পর্কে মানুষের ধারনা কম ছিল।তেমন ভাবে গবেষণাও হয়নি।এখন সেই অবস্থা পাল্টিয়েছে।মাহেরা ইসলাম পেশাগত কারণে ঐ এলাকয় অবস্থান করায়, বিচরণ করায়,ঐ এলাকার বিষয় পড়াশোনা করে পার্বত্য চট্টগ্রামের দেখা বিভিন্ন অসংগতি, অবহেলা,ষড়যন্ত্র, রাষ্ট্রবিরোধী তৎপরতা অপপ্রচার তাকে ব্যথিত ও আলোড়িত করেছে।একজন খাঁটি দেশপ্রেমিক হিসেবে এসব অসংগতির জবাব দেয়ার জন্যই তার এ বই লেখা।এ বিষয়ে বিভিন্ন সময় তিনি, বিভিন্ন মাধ্যমে লিখেছেনও।তথ্য বহুল এ বই পড়ে পাঠক অনেক কিছু জানতে পারবেন। সূচিপত্রে রায়েছে,নির্দোষ না দোষী,মিথ্যা অপবাদের দায়মুক্তি, সোনার ডিমপাড়া হাঁস,মারমা দুই বোন, অপপ্রচার এবং ডিজিটাল যুগের দুর্বলতা,পার্বত্য চট্টগ্রামে অপপ্রচারঃ অমানবিক, বানিজ্যিক, না রাজনৈতিক? এ সব চমৎকার বিষয় সমূহ। ছাপা -বাঁধা -কাগজ আকর্ষণীয়। সহ যোগীতায়ঃসিএইচটি রিসার্চ ফাউন্ডেশন।

এবার একুশে মেলায় বই টি প্রকাশ করেছে জ্ঞান বিতরণী।স্টল ৬৩৫,৬৩৬



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মেলা

২৭ ফেব্রুয়ারি, ২০২৩
১৫ ফেব্রুয়ারি, ২০২৩
৭ ফেব্রুয়ারি, ২০২৩
৪ ফেব্রুয়ারি, ২০২৩
৩ ফেব্রুয়ারি, ২০২৩
১ ফেব্রুয়ারি, ২০২৩
১ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন