গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
পেশাজীবী সমন্বয় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মোহাম্মদ আলী চৌধুরী মানিক রচিত ‘শেখ হাসিনা : সংগ্রাম ও সাধনা’ গ্রন্থের মোড়ক উম্মোচন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিক। অমর একুশে বইমেলার মোড়ক উম্মোচন মঞ্চে আজ রবিবার বিকালে গ্রন্থটির মোড়ক উম্মোচন করা হয়।
এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, আলোর ফেরিওয়ালাখ্যাত শিক্ষানুরাগী মোশাররফ হোসেন খান চৌধুরী, সাংবাদিক-সম্পাদক অশোক ধর, পেশাজীবি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোতাহের হোসেন সাজু, অধ্যাপক হীরেন্দ্রনাথ মৃধা, পেশাজীবি নেতা প্রিন্সিপাল এম এ সাত্তার, কবি মাহবুবুর রহমান, অধ্যাপক মিজানুর রহমান, কবি মিজানুর রহমান, প্রিন্সিপাল মোস্তফা খান চৌধুরী, সাংবাদিক ইউসুফ বাবলু ও তরিকত উল্লাহ প্রমুখ।
এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিক বলেন, জাতির জনকের কন্যা, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানতে হবে।তিনি বলেন, তরুণ প্রজন্মের কাছে শেখ হাসিনার সংগ্রামী জীবন তুলে ধরতে প্রিন্সিপাল মোহাম্মদ আলী চৌধুরী এই গ্রন্থে আলোকপাত করেছেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় মানবাধিকার সোসাইটির চেয়ারম্যান নজরুল ইসলাম তামিজী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।