মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনী মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সোমবার এক বিবৃতিতে সংগঠনটি জানায়, রাখাইনের বিভিন্ন গ্রামে মর্টার শেল নিক্ষেপ করা হচ্ছে, বেসামরিক নাগরিকদের আটক এবং খাবার সরবরাহ আটকে দিচ্ছে দেশটির সেনাবাহিনী। একইসঙ্গে ঘরবাড়ি থেকে মূল্যবান সামগ্রী লুট করে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে তারা। রাখাইনভিত্তিক সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির বিরুদ্ধে অভিযান শুরুর পর থেকেই এসব তৎপরতা চালানো হচ্ছে বলে বিবৃতিতে বলা হয়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ক্রাইসিস রেসপন্স বিভাগের পরিচালক তিরানা হাসান বলেন, যে কোন পরিস্থিতিতে বাড়িঘরে গোলাবর্ষণ ও খাদ্য সরবরাহ আটকে রাখা অযৌক্তিক। তিনি আরও বলেন, আন্তর্জাতিক নিন্দার পরও তারা নির্লজ্জভাবে গুরুতর নির্যাতন চালিয়ে যাচ্ছে। এছাড়া সেনাবাহিনীর যে ডিভিশনগুলো ২০১৭ সালের আগস্ট ও সেপ্টেম্বরে রোহিঙ্গাদের বিরুদ্ধে নৃশংসতায় জড়িত ছিল তাদেরকেই রাখাইন রাজ্যে মোতায়েন করা হয়েছে বলেও জানায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। প্রসঙ্গত, গত জানুয়ারিতে আরাকান আর্মি (এএ) নামে পরিচিত রাখাইনের একটি সশস্ত্র গ্রুপ চারটি পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে ১৩ জন অফিসারকে হত্যার পর থেকে উত্তপ্ত রাজ্যটিতে সামরিক তৎপরতা জোরদার করা হয়েছে। এই সংঘর্ষের ফলে ৫ হাজারের বেশি লোক বাস্তুচ্যুত হয়েছে বলে জাতিসংঘ জানিয়েছে। কয়েকটি পরিবার প্রতিবেশী বাংলাদেশে পালিয়ে গেছে বলেও খবর পাওয়া গেছে। রাজ্য কর্তৃপক্ষ জাতিসংঘ বা অন্যান্য মানবিক সহায়তা প্রদানকারী সংস্থাকে ওই এলাকায় যাতায়াতের ওপর বিধিনিষেধ আরোপ করেছে। ফলে সেখানে আটকরা পড়া লোকজন খাদ্য সঙ্কটের মুখে পড়েছে। অ্যামনেস্টি জানিয়েছে, কয়েকজন সমাজ নেতাকেও আটক করেছে মিয়ানমার সৈন্যরা। রয়টার্স, এসএএম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।