শেখ ফজলুল করিমের জীবন ও সাহিত্য
বাঙ্গালী মুসলমানদের লুপ্ত গৌরব ও ইতিহাস ঐতিহ্য নিয়ে যে কয়জন খ্যাতনামা মুসলিম সাহিত্যিক স্মরণীয় বরণীয়
কবি কামরুল আলম কিরণের এবার বই মেলায় বের হয়েছে, কবিতার বই --'তবুও ফোটে ফুল।' মিস্টি মিস্টি কবিতা দিয়ে সাজানো হয়েছে বইটি।রোমান্টিক কবিতা গুলো চমৎকার। অনেকেই বইটি কিনছেন।কবিতা গুলো পড়লেই বুঝা যায় কবি জীবনের মায়াবী নির্যাস দিয়ে কাব্য রচনা করেছেন।
প্রকাশক ছায়াবীথি। স্টলঃ ২১৬,২১৭। কভার শিল্পীঃ ধ্রব এষ। মূলঃ১৪০টাকা।
আগেও তার কয়েকটি বই বের হয়েছে।
লেখকের ভাষায়,মেলা জমজমাট।সামনে আরো জমবে।লোকজন আসছে।বই দেখছে।কিনছে।
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন,এবার বই বেশি বিক্রি হবে।অনলাইন এতে প্রভাব ফেলবেনা।পছন্দের বই যাদের কেনার, কিনবেই।অনলাইন থেকে অনেক কিছু জানা যায়, এটাও সত্য।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।