গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর ভাটারায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে দাঁড়িয়ে থাকা দুজনকে চাপা দেয়ার ঘটনায় সড়ক অবরোধ করেছে এলাকাবাসী।
মঙ্গলবার বেলা পৌনে ৩টা দিকে দেওয়ান পরিবহনের চালক ও হেলপারের বিচারের দাবিতে তারা সড়কে অবস্থান নেন। কুড়িল বিশ্বরোড থেকে নতুন বাজার পর্যন্ত সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। এসময় যাত্রীরা পায়ে হেঁটে গন্তব্যস্থলে যাচ্ছেন।
ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) জহির রায়হান জানান, কয়েকজন বিচারের দাবিতে ব্যানার নিয়ে ভাটারার কোককোলা বাস স্ট্যান্ডের সামনে অবস্থান নিয়েছে। ভাটারা থানার ওসি এসএম কারমুজ্জামানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের সঙ্গে কথা বলে সরিয়ে দেয়ার চেষ্টা করছেন। তবে এখনও তারা সেখানে অবস্থান করছেন।
এর আগে সোমবার রাতে দেওয়ানের ধাক্কায় ফুটপাতে দাঁড়িয়ে থাকা দুজনের মৃত্যু হয়। তারা হলেন- নৈশপ্রহরী কবির হোসেন (৪৫) ও চা দোকানদার শাহীন (৪২)।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।