Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নায়ক মান্নার মায়ের ইন্তেকাল

টাঙ্গাইল জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:৩৩ এএম
সন্তানের জন্য ১১ বছর কেঁদে চিরবিদায় নিলেন প্রয়াত চিত্রনায়ক মান্নার মা হাসিনা ইসলাম। গতকাল রোববার দুপুরে টাঙ্গাইলে নিজ বাসভবনে বার্ধক্যজনিত অসুখের কারণে তিনি মারা যান। (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৫ বছর। মান্নার স্ত্রী শেলী মান্না শাশুড়ির মৃত্যুর খবর নিশ্চিত করেন।
 
শেলী মান্না বলেন, ২০ বছর আগে আমার শ্বশুর মারা যান। ১১ বছর হলো মান্নাকে হারিয়েছি আমরা। গতকাল রাতে আমার শাশুড়ি অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। সেখানে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুর সময় শাশুড়ির পাশে থাকা ভাগ্যে ছিল না বলে আফসোস করেন শেলী।
তিনি বলেন, অনেক ভালো মনের মানুষ ছিলেন আমার শাশুড়ি। আফসোস লাগছে তার সঙ্গে শেষবারের মতো দেখা হয়নি আমার। ছেলের আকস্মিক মৃত্যুর পর শোকে ১১ বছর পার করেছিলেন হাসিনা ইসলাম।
২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৪৪ বছর বয়সে সে সময়ের জনপ্রিয় নায়ক মান্নার মৃত্যু হয়।
 
আজ (সোমবার) মান্নার মা হাসিনা বেগমকে টাঙ্গাইলের এলেঙ্গায় ছেলের সমাধির পাশে সমাহিত করা হবে বলে জানা গেছে।


 

Show all comments
  • অরুন কুমার রায় ১৫ মার্চ, ২০১৯, ৯:০১ পিএম says : 0
    আমি অরুন কুমার নায়ক মান্নার মতো নায়ক হতে চাই।ছোট বেলা থেকে নায়ক মান্না ছবি দেখি।স্বপ্ন দেখি আমিও নায়ক মান্নার মতো নায়ক হবো।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নায়ক

১৮ অক্টোবর, ২০২২
২৯ এপ্রিল, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ