Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিনেমার প্রচারে নায়ক নিজেই ভ্যানগাড়ী নিয়ে রাস্তায় নেমেছেন!

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

এবার নায়ক নিজেই ভ্যান চালিয়ে নিজের সিনেমার প্রচারে নেমেছেন। ভ্যানে মাইক লাগিয়ে লুঙ্গি পরে প্যাডেল চেপে রাস্তায় রাস্তায় ঘুরে প্রচারণার কাজে নেমেছেন ‘ভাইয়ারে’ নামে সিনেমার নায়ক রাসেল মিয়া। সরাসরি দর্শকদের সাথে মিশে সিনেমা দেখার আমন্ত্রণ জানাচ্ছেন তিনি। সিনেমার নায়কের এই ব্যতিক্রমী প্রচারণা দেখে রিকসাচালক থেকে শুরু করে পথচারিরাও অবাক। রাসেল মিয়া জানান, দর্শকদের হলে গিয়ে সিনেমা দেখার জন্য আমন্ত্রণ জানাতে নিজেই প্রচারণায় নেমেছি। নিজেই ভ্যানে প্যাডেল করে ঢাকা শহরে ঘুরে ঘুরে প্রচারণা চালাচ্ছি। সিনেমাটি ২ সেপ্টেম্বর মুক্তি পাবে। ঐদিন পর্যন্ত এভাবে প্রচারণা চালিয়ে যাব। ইতোমধ্যে রাজধানী জুড়ে পোস্টার সাঁটিয়েছি। আশা করছি, সিনেমাটি দেখতে দর্শক হলে যাবেন। উল্লেখ্য, রকিবুল আলম রকিব পরিচালিত এ সিনেমায় রাসেল মিয়া ছাড়া আরো অভিনয় করছেন জারা, এ্যালিনা শাম্মি, সিমান্ত আহমেদ, শবনম পারভীন, মাহমুদুল ইসলাম মিঠুসহ আরও অনেকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিনেমার প্রচারে নায়ক নিজেই ভ্যানগাড়ী নিয়ে রাস্তায় নেমেছেন!
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ