Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দীর্ঘদিন পর নাটকে চিত্রনায়ক কায়েস আরজু

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৮ আগস্ট, ২০২২, ১২:১৩ এএম

ক্যারিয়ারের শুরুতে চিত্রনায়ক কায়েস আরজু কিছু নাটকে অভিনয় করলেও চলচ্চিত্রে আসার পর নাটকে আর অভিনয় করেননি। বর্তমানে চলচ্চিত্রে তার তেমন কাজ না থাকায় নাটকে অভিনয় করা শুরু করেছেন। সম্প্রতি একটি নাটকে অভিনয় করেছেন তিনি। ‘বাটপারের বিয়ে’ নামে কমেডি নির্ভর নাটকটি পরিচালনা করেছেন রাফসান সানি। এতে তার বিপরীতে আছেন সুস্মিতা সিনহা। আরও অভিনয় করেছেন সাবেরি আলম, রেশমা আহমেদ, হারুন রাশিদ বানটিসহ অনেকে। কায়েস আরজু বলেন, এখন চলচ্চিত্রে খুব একটা সিনেমা হচ্ছে না। হাতে সময় থাকায় চিন্তা করলাম নাটকে অভিনয় করি। তবে সবসময় যে নাটকে অভিনয় করব, তা নয়। আমার জায়গা চলচ্চিত্র। সেখানেই অভিনয় করতে চাই। মাঝে মাঝে ভালো গল্প পেলে নাটকে অভিনয় করব। এ নাটকটির গল্প ভালো লেগেছে। কমেডি নির্ভর গল্পের নাটক। এ কারণে কাজটি করেছি। উল্লেখ্য, কায়েস আরজু অভিনীত চারটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। সিনেমাগুলো হলো, ইফতেখার চোধুরী পরিচালিত ‘মুক্তি’, মেহেদি পরিচালিত ‘আগুনে পোড়া কান্না’, জাফর আল মামুন পরিচালিত ‘এক পশলা বৃষ্টি’ ও সাখাওয়াত হোসেন পরিচালিত ‘অপুর বসন্ত’।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দীর্ঘদিন পর নাটকে চিত্রনায়ক কায়েস আরজু
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ