Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজ চিত্রনায়ক ফেরদৌসের জন্মদিন

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৭ জুন, ২০২২, ১২:০৩ এএম

পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়ক ফেরদৌসের আজ জন্মদিন। জন্মদিনটি তিনি কাটান পরিবারের সাথে। বিশেষ করে তার দুই মেয়েকে নিয়ে জন্মদিন পালন করেন। ফেরদৌস বলেন, ‘আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে তিনি আমাকে, আমার পরিবারের সবাইকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। জন্মদিনে আমি পরিবারের কাছেই ছুটে আসি। আমার দুই মেয়ে জন্মদিনকে ঘিরে নানা পরিকল্পনা করে। এবার আমার ছোট ভাই তৌসিফের মেয়েও সঙ্গে আছে। ফলে পরিকল্পনা একটু বেশি। ওদের আনন্দই আমার কাছে ভীষণ ভালো লাগে। এদিকে ফেরদৌস জানান, তার হাতে সরকারী অনুদানের সাতটি সিনেমা রয়েছে। সিনেমাগুলো হচ্ছে ‘মানিকের লাল কাঁকড়া’, ‘ক্ষমা নেই’, ‘দামপাড়া’, ‘১৯৭১ সেইসব দিন’, ‘রাসেলের জন্য অপেক্ষা’, ‘মাইক’, ‘বিউটি সার্কাস’। জন্মদিনে বিনোদন প্রতিদিনের পক্ষ থেকে ফেরদৌসকে শুভেচ্ছা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চিত্রনায়ক ফেরদৌসের জন্মদিন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ