Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবারও ভারত লিজেন্ডসের অধিনায়ক শচীন

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০২২, ১২:০৪ এএম

রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের দ্বিতীয় আসরে বর্তমান চ্যাম্পিয়ন ভারত লিজেন্ডসকে নেতৃত্ব দেবেন ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকার। গতকালই এই ঘোষণা দিয়েছে আয়োজকরা। প্রতিযোগিতার গত আসরেও ভারতের নেতৃত্ব দিয়েছিলেন শচীন। শ্রীলঙ্কাকে ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তার দল।
নিউজিল্যান্ড লিজেন্ডস এবারের আসরের নতুন দল। তারা যোগ দেবে ভারত, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ ও ইংল্যান্ডের সঙ্গে। ২২ দিনের এই প্রতিযোগিতা শুরু হবে ১০ সেপ্টেম্বর। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্বোধনী ম্যাচ হবে কানপুরে, রাইপুরে দুটি সেমিফাইনাল ও ফাইনাল। ১ অক্টোবর হবে শিরোপার লড়াই। অন্য ভেন্যু হলো ইন্দোর ও দেরাদুন।
দেশ ও বিদেশে সড়ক নিরাপত্তা নিয়ে সচেতনতা বাড়াতে গত বছর থেকে এই টি-টোয়েন্টি প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এবারও ভারত লিজেন্ডসের অধিনায়ক শচীন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ