Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডাকসু নির্বাচন প্রশ্নবিদ্ধ হলে ছাত্র আন্দোলন গড়ে উঠবে- ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সম্মেলনে পীর সাহেব চরমোনাই

দেশবাসীর কাছে ইসলামী আন্দোলন এখন তৃতীয় শক্তি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৫ এএম

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, ডাকসু নির্বাচন ত্রæটিমুক্ত, অবাধ ও সুষ্ঠু না হলে ছাত্র সমাজ কঠিন আন্দোলন গড়ে তুলবে। তিনি বলেন, একাদশ সংসদ নির্বাচনে ক্ষমতাশীনরা যেভাবে ভোটাধিকার কেড়ে নিয়েছে তা অকল্পনীয়। এমন তামাশার নির্বাচনের পর বিজয় উৎসব ও উপজেলা নির্বাচনের তফসীল ঘোষণা জনগণের সাথে প্রহসন।
পীর সাহেব চরমোনাই বলেন, চলমান লুটপাটের রাজনীতিতে দেশবাসী বিরক্ত। এই পর্যায়ে দেশবাসী তৃতীয় রাজনৈতিক ধারার খোঁজ পেয়েছে। সে তৃতীয় ধারা হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। তিনি বলেন, ইশা ছাত্র আন্দোলন একমাত্র চরিত্রবান ছাত্র সংগঠন। ইশা ছাত্র আন্দোলনকে অন্যান্য ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের মগজে পঁচন ধরা রোধে কাজ করতে হবে।
গতকাল সকালে রাজধানীর বিএমএ মিলনায়তনে ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলুল করীম মারুফের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল এম. হাছিবুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. আব্দুল লতিফ মাসুম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মাইনুল আহসান খান, প্রেসিডিয়াম সদস্য মাও. সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ ফয়জুল করীম ও মাওলানা আব্দুল হক আজাদ, প্রেসিডিয়াম সদস্য আল্লামা নূরুল হুদা ফয়েজী, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাও. ইউনুছ আহমাদ, রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন, কেন্দ্রীয় উপদেষ্টা মাও. খালিদ সাইফুল্লাহ, যুগ্মমহাসচিব অধ্যাপক এটিএম হেমায়েত উদ্দিন, অধ্যাপক মাহবুবুর রহমান, মাও. গাজী আতাউর রহমান, সহকারী মহাসচিব আলহাজ্ব আমিনুল ইসলাম, নগর দক্ষিণ সভাপতি মাও. ইমতিয়াজ আলম, এডভোকেট শেখ আতিয়ার রহমান, মাওলানা আহমাদ আবদুল কাইয়ুম, কে.এম আতিকুর রহমান, অধ্যক্ষ শেখ ফজলে বারী মাসউদ, বরকত উল্লাহ লতীফ, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম প্রমূখ।
সম্মেলনে মুফতি ফয়জুল করীম বলেন, এই জাহেলী সমাজ ভেঙ্গে নতুন সমাজ গড়তে হবে। মাওলানা মাদানী বলেন, শিক্ষা ব্যবস্থায় কোরআন শিক্ষা না থাকায় নাস্তিক তৈরি হচ্ছে। যোগ্য নেতা এবং যোগ্য সরকার প্রতিষ্ঠিত হচ্ছে না। ইসলামী আন্দোলন এর পরিবর্তন ঘটাবে।
সভাপতির বক্তব্যে শেখ ফজলুল করীম মারুফ বলেন, স্বাধীনতার ৪৭ বছর পরেও স্বাধীনতার সুফল প্রত্যাশা, হতাশায় নিমজ্জিত হয়েছে, রাষ্ট্র পরিচালনায় ভুল নীতির অনুসরনে। ইশা ছাত্র আন্দোলন রাষ্ট্র পরিচালনায় ইসলাম ও দেশের হাজার বছরের ইতিহাস ঐতিহ্য ও দর্শন নীতির বাস্তবায়ন করবে।
সম্মেলনে ছাত্র সমাজের পক্ষ থেকে ১১ দফা সম্মেলন ঘোষণা “উপস্থাপন করেন ইশা ছাত্র আন্দোলন এর কেন্দ্রীয় সহ-সভাপতি শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম”। সম্মেলন শেষে শেখ ফজলুল করীম মারুফকে সভাপতি, এম. হাছিবুল ইসলামকে সহ-সভাপতি, মুহাম্মাদ মুস্তাকিম বিল্লাহকে সেক্রেটারি জেনারেল করে ২০১৯ সেশনের নতুন কমিটি ঘোষণা করেন পীর সাহেব চরমোনাই।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পীর সাহেব চরমোনাই


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ