Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

ভেনিজুয়েলার ১২০ কোটি ডলারের স্বর্ণ আটক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম | আপডেট : ১১:৪২ এএম, ২৮ জানুয়ারি, ২০১৯

ব্যাংক অব ইংল্যান্ডের কাছে ভেনিজুয়েলার জমা আছে ১২০ কোটি ডলার মূল্যের স্বর্ণ। ওই স্বর্ণ উত্তোলন আটকে দিয়েছে এই ব্যাংকটি। বলা হয়েছে, দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বা তার কোনো কর্মকর্তা যেন ওই স্বর্ণ উত্তোলন করতে না পারেন। এর ফলে দেশে ক্ষমতা নিয়ে লড়াইয়ে থাকা নিকোলাস মাদুরোর প্রতি আরো বড়ো একটি আঘাত আসবে বলে মনে করা হচ্ছে। এ খবর দিয়েছে অনলাইন সিএনএন। ব্যাংক অব ইংল্যান্ডের ওই সিদ্ধান্তের কথা জানিয়েছেন এর সঙ্গে সংশ্লিষ্ট বা জানেন এমন অজ্ঞাত ব্যক্তি। তাদের উদ্ধৃতি দিয়ে এই রিপোর্ট প্রকাশ হয়েছে। ভেনিজুয়েলার বৈদেশিক মজুদ বা রিজার্ভের পরিমাণ হলো ৮০০ কোটি ডলার। ওই স্বর্ণ তারই একটা বড় অংশ। ব্যাংক অব ইংল্যান্ডের এমন সিদ্ধান্তের বিষয়ে সিএনএন যাচাই করতে পারে নি। মন্তব্য পাওয়া যায় নি মাদুরোর কোনো কর্মকর্তারও। তবে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বৃটিশ সরকারের কাছে আহŸান জানিয়েছে বৃটেনের কাছে থাকা মাদুরোর সম্পদগুলো কর্তন করতে সহায়তা করতে। বিরোধী দলীয় নেতা হুয়ান গাইডোকে সহায়তা করার জন্য এমন আহŸান জানানো হয়েছে। আর এর পরই ব্যাংক অব ইংল্যান্ড ওই সিদ্ধান্ত নিয়েছে। স্বঘোষিত অন্তর্র্বতী প্রেসিডেন্ট হুয়ান গাইডোকে সমর্থন দিয়েছে যুক্তরাষ্ট্র। তার সঙ্গে যুক্ত হয়েছে বৃটেন সহ এক ডজনেরও বেশি দেশ। বৃটেনের প্রতিরক্ষামন্ত্রী অ্যালান ডানকান বলেছেন, আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অবস্থান করছি এবং বলছি যে, ভেনিজুয়েলার ন্যাশনাল এসেম্বলি ও এর প্রেসিডেন্ট হুয়ান গাইডো দেশটির গণতন্ত্র, অর্থনীতি ও স্বাধীনতা পুুনঃস্থাপনে উত্তম অবস্থানে আছেন। সিএনএন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ