মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সন্ত্রাসী সংগঠনের সঙ্গে জড়িত থাকার কথিত অভিযোগে ভারতের মহারাষ্ট্র রাজ্য থেকে এক কিশোরসহ নয় ব্যক্তিকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাজ্যটির মুমব্রা, থানে ও আওরঙ্গাবাদ থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে এনডিটিভি। এরা সবাই সন্ত্রাসী গোষ্ঠী আইএসে সঙ্গে জড়িত বলে অভিযোগ করেছে মহারাষ্ট্র সন্ত্রাসবিরোধী স্কোয়াড (এটিএস) । ভারতের প্রজাতন্ত্র দিবসের আগে জঙ্গিগোষ্ঠীগুলোর স্লিপার সেলের’ উপস্থিতি নিয়ে তদন্ত করছিল মহারাষ্ট্র এটিএস। ‘নির্ভরযোগ্য’ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এটিএস ‘তাদের বিষয়ে প্রাসঙ্গিক তথ্য’ যোগাড় করার পর ‘কয়েক সপ্তাহ ধরে’ তাদের অনুসরণ করে বলে জানিয়েছে সংস্থাটি। ‘দলটি অ্যাকশনে যেতে পারে’ এমন সম্ভাবনার মুখে মঙ্গলবার রাতে মুমব্রা, থানে ও আওরঙ্গাবাদের পৃথক পাঁচটি এলাকায় তল্লাশি চালায় এটিএসের কয়েক ডজন টিম। অভিযানকালে রাসায়নিক, বিস্ফোরক, মোবাইল ফোন, সিম কার্ড, এসিডের বোতল ও ধারালো ছুরি পাওয়া গেছে বলে জানিয়েছে এটিএস। তদন্তকারীরা ধৃতদের নাম-পরিচয় প্রকাশ না
করলেও তাদের বয়স ও কোথা থেকে তাদের ধরা হয়েছে তা জানিয়েছেন। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।