Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিংগাইরে বিদেশি পিস্তলসহ আটক ১

মানিকগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০১৯, ১:৩৬ পিএম

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও ১০টি হাতবোমাসহ এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।
আজ মঙ্গলবার ভোরে উপজেলার পূর্ব ভাকুম গ্রামের আনসার আলীর বাড়ি থেকে এসব উদ্ধার করা হয়।
নবীনগর র‍্যাব-৪’র কোম্পানি কমান্ডার মো. আতিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিংগাইরের পূর্ব ভাকুম গ্রামের আনসার আলীর বাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, ১০ টি হাতবোমা ও চারটি পেট্রোল বোমা উদ্ধার করা হয়। এ সময় ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তমিজ উদ্দিন নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
এ বিষয়ে পরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলেও জানান র‌্যাবের এ কর্মকর্তা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ