বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
১৭ দিন ধরে মৃত্যুর সাথে লড়ে বাঁচতে পারেনি বিএনপি নেতা নুরুল হক তালুকদার প্রকাশ নন্না মিয়া মেম্বার। গত বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রামে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের আগের রাতে পুলিশের তাড়া খেয়ে নুরুল হক বাড়ির পিছন দিকে পালানোর সময় একটি পাকা ওয়ালে ধাক্কা লেগে ইটের উপর পড়ে গিয়ে তার একটি পা ভেঙে যায় ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম প্রাপ্ত হয়। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে প্রথমে চমেক হাসপাতালে ও পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকার এ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার চিকিৎসা ভাল না হওয়ায় পুনরায় তাকে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে ভর্তি করে সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি মারা যান। গতকাল শুক্রবার নুরুল হকের গ্রামের বাড়ি উপজেলার ছনহরা ইউনিয়নের আলমদার পাড়া মসজিদ মাঠে নামাজে জানাযা শেষে তাকে দাফন করা হয়েছে। নুরুল হক তালুকদার পটিয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি ছিলেন। এছাড়া ছনহরা ইউপির সদস্য ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।