মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সিরিয়া থেকে ইরানের প্রত্যেকটি সেনাকে বহিষ্কার করা হবে। মিসরের রাজধানী কায়রোর আমেরিকান ইউনিভার্সিটিতে দেওয়া ভাষণে তিনি ট্রাম্প প্রশাসনের মধ্যপ্রাচ্য নীতি নিয়ে আলোচনার সময় এ হুঁশিয়ারি দিয়েছেন। পম্পেও তার ভাষণে মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব ঠেকাতে আঞ্চলিক দেশগুলোকে রেষারেষি বন্ধের আহŸান জানান। তিনি বলেন, ‘আঞ্চলিক মহাকল্যাণের জন্য পুরোনো রেষারেষি বন্ধের এখনই সময়।’ গত মাসে ট্রাম্প সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছিলেন। সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করতে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা এবং আঞ্চলিক মিত্রদের আশ্বাস দিতেই মধ্যপ্রাচ্য সফরে রয়েছেন পম্পেও। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইরান থেকে সর্বশেষ সেনাটিকে বের করতে যুক্তরাষ্ট্র কূটনীতি ব্যবহার করবে এবং আমাদের অংশীদারদের সঙ্গে কাজ করবে। সিএনএন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।