Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউরোপ মুক্তি পেতে পারে না : ইরান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০১৯, ১২:০২ এএম

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ এবং ইরানকে অভিযুক্ত করার মাধ্যমে কুখ্যাত মুজাহিদিনে খালক গোষ্ঠীর সন্ত্রাসীদের আশ্রয় ও পৃষ্ঠপোষকতা দেয়ার দায় থেকে ইউরোপ মুক্তি পাবে না। তেহরানের ওপর ইউরোপীয় ইউনিয়ন নতুন করে যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তার নিন্দা ও সমালোচনা করে জাওয়াদ জারিফ এসব কথা বলেছেন। ইউরোপের কাস্টমস ইউনিয়ন সন্ত্রাসবাদের অভিযোগে মঙ্গলবার ইরানের গোয়েন্দা ইউনিটের সম্পদ জব্দ এবং এর দুই সদস্যের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতা থেকে আমেরিকা গত বছর বের হয়ে যাওয়ার পর এই প্রথম ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করল ইউরোপীয় ইউনিয়ন। এ প্রসঙ্গে জাওয়াদ জারিফ এক টুইটার পোস্টে বলেছেন, ‘ডেনমার্ক, হল্যান্ড ও ফ্রান্সসহ ইউরোপীয়রা কুখ্যাত সন্ত্রাসী গোষ্ঠী মুজাহিদিনে খালক-কে আশ্রয় দিচ্ছে অথচ এই মুনাফিকিন গোষ্ঠী ইরানের ১২ হাজার মানুষকে হত্যা করেছে।’ ইরনা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইরান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ