Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘আশ্বাসে’ ৬ ঘণ্টা পর সড়ক ছাড়লেন শ্রমিকরা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০১৯, ৩:৪৮ পিএম

বকেয়া বেতন-ভাতা পরিশোধে পুলিশ ও মালিকপক্ষের আশ্বাসে সড়ক থেকে অবস্থান তুলে নিয়েছেন শ্রমিকরা। এর ফলে দীর্ঘ প্রায় ৬ ঘণ্টা পর বিমানবন্দর-আব্দুল্লাহপুর সড়কে যান চলাচল শুরু হয়েছে।

রোববার (০৬ জানুয়ারি) সকাল থেকে উত্তরার জসীমউদ্দীন, আজমপুর থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত বেশ কয়েকটি গার্মেন্টস শ্রমিকরা সড়কে অবস্থান নেন। এর ফলে বিমানবন্দর-আব্দুল্লাহপুর সড়ক প্রায় স্থবির হয়ে যায়। ভোগান্তিতে পড়েন হাজার হাজার যাত্রী।

পরে পুলিশ ও মালিকপক্ষের মধ্যস্থতায় দুপুর ২টার দিকে শ্রমিকরা সড়ক থেকে সরে যেতে রাজি হন। এরপর থেকে সড়কটিতে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

শ্রমিকদের অভিযোগ, পোশাক শ্রমিকদের জন্য সরকার নতুন বেতন কাঠামো করলেও মালিকপক্ষ তা দিচ্ছে না। মালিকপক্ষের আশ্বাসের ভিত্তিতে আজকের মতো অবস্থান তুলে নিলেও আলোচনা সাপেক্ষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানায় আন্দোলনরত শ্রমিকরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক অবরোধ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ