Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

মেধাবীদের সঙ্গী হোন

চিঠিপত্র

জাকির সোহান | প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

আর্থিকভাবে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের লেখাপড়ার খরচ চালিয়ে নিতে সরকারের পাশাপাশি বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক ‘শিক্ষাবৃত্তি’ দিচ্ছে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তারা গরিব বা দরিদ্র বলে প্রচার করে, যা খুবই লজ্জাকর ও অপমানজনক। গরিব কেউ নিজের থেকে হয় না। এটি সমাজের আর্থিক বৈষম্যের জন্য হয়ে থাকে। আমাদের সমাজে এ শব্দগুলো নেতিবাচক হিসেবে ব্যবহূত হয়।
যারা বৃত্তি প্রদান করছে তারা তো গরিব বা দরিদ্র হওয়ার কারণে বৃত্তি দিচ্ছে না। বৃত্তি দিচ্ছে শিক্ষার্থীর পড়াশোনার আগ্রহ ও মেধা বিচার করে। পড়াশোনার আগ্রহ নেই এবং রেজাল্ট খারাপ, কিন্তু গরিব এমন কাউকে তারা বৃত্তি দিচ্ছে না। আর্থিক বিষয়টিই চ‚ড়ান্ত নির্ণায়ক নয়। তাহলে কেন তাকে গরিব-দরিদ্র বলে প্রচার করা হচ্ছে? নিশ্চয়ই এটা আয়োজনের ভুলমাত্র। নেতিবাচক শব্দগুলো ব্যবহার না করে ‘মেধাবীদের অগ্রযাত্রায় সঙ্গী হওয়া’ বা অন্য কোনো শব্দ ব্যবহার করার দাবি জানাচ্ছি।

0 মধুবাজার, ধানমন্ডি, ঢাকা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মেধাবী

২ জানুয়ারি, ২০১৯
১১ ডিসেম্বর, ২০১৮

আরও
আরও পড়ুন