Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঝিনাইদহে তুচ্ছ ঘটনায় যুবকের মৃত্যু

ঝিনাইদহ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০১৯, ৩:৫২ পিএম

বছরের শেষ দিনে ঝিনাইদহে তরিকুল ইসলাম (২১) নামে এক যুবক নিহত হয়েছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সোমবার রাতে ঝিনাইদহের নিজ মথুরাপুর গ্রামে এই ঘটনা ঘটে। গ্রামবাসির অভিযোগ চাচাতো ভাই বাঁধনের হাতে তরিকুল ইসলাম খুন হতে পারে। তবে পুলিশ বলছে এটি হত্যাকাণ্ড নয়। চাচাতো ভাইয়ের ধাক্কায় ঘরের চালের টিন ও গরু বাধা খুটোর আঘাতে তরিকুলের মৃত্যু হয়েছে। প্রতিবেশিরা জানায় অকাল মৃত্যুর শিকার তরিকুলের পিতা তক্কেল বিশ্বাসের বাই সাইকেল নিয়ে চালাতো ভাতিজা বাঁধন। বাধন হচ্ছে তক্কেলের ভাই বজলুর ছেলে। ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, সোমবার রাতে নিজ মথুরাপুর গ্রামের তক্কেল মন্ডলের বাই-সাইকেল নিয়ে ভাতিজা বাধনের সাথে বাক-বিতন্ডা হয়। এরই এক পর্যায়ে তক্কেল ভাতিজা বাধনকে থাপ্পড় দেয়। এতে সে ক্ষিপ্ত হয়ে ধাক্কা দিলে ঘরের চলের টিনে গলা কেটে যায় ও গরু বাধা খুটো বুখে বিধে যায়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষনা করেন। অতিরিক্ত রক্ত ক্ষরনের কারণে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। তবে এই মৃত্যু নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে। পুলিশ বলছে দুর্ঘটনায় মৃত্যু অন্যদিকে প্রতিবেশিরা বলছেন ধারালো অস্ত্রের আঘাতে তরিকুল নিহত হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ