Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

‘দক্ষিণ আফ্রিকায় ব্যাটিং কঠিন’

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩১ ডিসেম্বর, ২০১৮, ১২:০২ এএম

আড়াইদিনে শেষ হয়েছে দক্ষিণ আফ্রিকা-পাকিস্তানের সেঞ্চুরিয়ন টেস্ট। ম্যাচের ৪ ইনিংসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ মাত্র ২২৩। এক ইনিংসেও ২০০ পেরুতে পারেনি পাকিস্তান। দুই দলের পেসাররাই ছিলের আগুনে ফর্মে। একাই ১১ উইকেট নিয়েছেন ডানহাতি পেসার ডুয়াইন অলিভিয়ের। পাকিস্তানের বাকি ৯ উইকেট ভাগাভাগি করে নিয়েছেন ডেল স্টেইন ও কাগিসো রাবাদা। এমনকি দক্ষিণ আফ্রিকার ১৪ উইকেটের মধ্যেও একমাত্র স্পিনার ইয়াসির শাহ দখল করতে পেরেছেন মাত্র ১টি উইকেট।
এ পরিসংখ্যান থেকেই বোঝা যায় সেঞ্চুরিয়ন টেস্টে পেসারদের দাপট ও ব্যাটসম্যানদের কাজ কঠিন ছিলো ঠিক কতটা। বোলারদের এ দাপটের ম্যাচটি জিতেছে দক্ষিণ আফ্রিকাই। উইকেটে ব্যাটিং করা ঠিক কতোটা কঠিন ছিল? এমন প্রশ্নের জবাবে ম্যাচ শেষে ডিন এলগার জানিয়েছেন ব্যাটিং করার জন্য সবচেয়ে কঠিন জায়গাটাই হলো দক্ষিণ আফ্রিকা। এসময় রসিকতা করে তার বেতন তিনগুণ করে দেয়ারও আবদার করে বসেন এলগার, ‘আমি মনে করি মারক্রাম ও আমার বেতন তিনগুণ করে দেয়া উচিৎ (হাসি)। কারণ দক্ষিণ আফ্রিকায় ব্যাটিং ওপেনার করাটা সহজ কাজ নয়।’
সেঞ্চুরিয়ন টেস্টে ব্যাটিং করতে গিয়ে বেশ কয়েকবার বল আঘাত হেনেছে এলগারের হাত ও গায়ে। তবে ম্যাচ জিতে যাওয়ায় এ ব্যথা নিশ্চয়ই মনে থাকার কথা নয় এলগারের। তবু আবারো রসিকতা করে এলগার বলেন, ‘আমি পরের ম্যাচে নিশ্চিতভাবেই হাতের গার্ড ব্যবহার করবো। তবে আমাদের দেখতে হবে পরের ম্যাচের উইকেট কেমন আচরণ করে। আমার ক্যারিয়ারজুড়ে অনেকবারই গায়ে বল লেগেছে, এটা মোটেও সুখকর নয়। তবে যখন সতীর্থরা আমার পাশে থাকে, বাহবা দেয় তখন ব্যথাটা সেভাবে অনুভূত হয় না।’

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্যাটিং

২২ ডিসেম্বর, ২০২১
২১ নভেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ