Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

চার নম্বরে ব্যাটিং ‘স্টুপিড’ সিদ্ধান্ত

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৬ জুন, ২০২২, ১২:০০ এএম

‘আমরা তামিমকে চারে নামার সুযোগ দিতে চাই। আমার মতে, চার নম্বরে সে ফ্যান্টাস্টিক (দুর্দান্ত) ব্যাটার হতে পারবে।’ আগের দিন সাংবাদিকদের এমনটাই বলেছিলেন বাংলাদেশ দলের ব্যাটিং কোচ জেমি সিডন্স। তখন থেকেই এ নিয়ে নানা আলোচনা-সমালোচনা। আর সেখানে ঘি ঢেলে দিলেন তামিম ইকবাল। এমন ভাবনা নিয়ে প্রশ্ন করাকেই ‘স্টুপিড’ বললেন এ অভিজ্ঞ ক্রিকেটার।
মাঝেমধ্যে জুনিয়ররা এগিয়ে আসলেও বাংলাদেশ বরাবরই নির্ভর করেছেন সিনিয়র খেলোয়াড়দের উপর। সিনিয়ররা ভালো না করলে অধিকাংশ ম্যাচেই বড় ভোগান্তিতে পরে টাইগাররা। মূলত সে ভাবনা থেকে সিনিয়রদের আরও কার্যকরী করতে তাদের ব্যাটিং লাইনআপে পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে কি-না জানতে চাওয়া হয়েছিল ব্যাটিং কোচের কাছে। তখনই সিডন্স জানান নিজের পরিকল্পনার কথা। গতকাল ছুটি কাটিয়ে দেশে ফিরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তামিমও। উঠে আসে সে প্রসঙ্গ। তাতে রীতিমতো খ্যাপাটে এ তারকা। এমন ভাবনার প্রশ্নকর্তাকেই দায় দিয়েছেন তিনি। তাতে এটা স্পষ্ট যে ওপেনিং ছাড়ার অন্য কোথাও ব্যাট করার ইচ্ছা নেই তার, ‘আপনার কাছে কি মনে হয় আমার আমার এই নাম্বার ফোর করাটা ব্যাটার না ওপেন করাটা ব্যাটার? আমার কাছে মনে হয় যে প্রশ্নটা যে ব্যক্তি করেছে, আমি জানি না ওর মাথার মধ্যে কি আছে না আছে...আমার কোনো ধারনা নেই। কিন্তু প্রশ্নটা ছিল খুবই স্টুপিড... আমার মনে হয়।’
বাংলাদেশের জার্সিতে এখন পর্যন্ত ৬৭ টেস্ট, ২২৫ ওয়ানডে ও ৭৮ টি-টোয়েন্টি খেলেছেন তামিম। সবমিলিয়ে খেলা ৪২৯ ইনিংসের মাত্র একটিতে ইনিংস ওপেন করেননি তিনি। ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকা সফরে পচেফস্ট্রুম টেস্টে পাঁচে নামতে হয়েছিল তাকে। ওই ইনিংসে তিনি করেছিলেন ৩৯ রান। এই পরিসংখ্যান ভাইলোই জানা আছে বাংরাদেশের হয়ে ব্যাটিংয়ে অনেক রেকর্ডের মালিকের। তাইতো চার নম্বরে যে ব্যাটিং করতে চান না তাও জানিয়ে দিয়েছেন এ ওপেনার, ‘আমি নিজের কাছে চারে ব্যাটিং করার কোনো কারণই খুঁজে পাই না। ১৭ বছর ধরে আমি ওপেনিংয়ে ভালোই করছি।’
এদিকে, মুমিনুল হক দায়িত্ব ছেড়ে দেওয়ার পর সাকিব আল হাসানকে টেস্ট অধিনায়ক করা হলেও মেয়াদ ঠিক করেনি বিসিবি। এমনকি সাকিব এই দায়িত্বে কতদিন থাকবেন সেটা বলাও ‘মুশকিল’ বলে জানিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। সাকিব অধিনায়ক থাকছেন ‘পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত।’ তবে ওয়ানডে অধিনায়ক তামিমের মতে সাকিবকে নির্দিষ্ট করে লম্বা সময় দেওয়া হোক, ‘টেস্ট দলের নেতৃত্ব দেয়া সহজ না। এই একটা সংস্করণে আমাদের ফলাফলটা খুব বেশি আমাদের পক্ষে আসে না। আমি যখন অধিনায়ক হয়েছি বলেছি যে আমাকে পর্যাপ্ত সময় দিতে হবে। একই কথা সাকিবের বেলায়। তাকেও লম্বা সময় দিতে হবে। তার নেতৃত্ব আমাদের সবার সমর্থন থাকলে দুই-তিন বছরে হয়ত আমরা ভাল দল হতে পারব।’
সাকিবের নেতৃত্বের শুরুটা হবে ১৬ জুন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দিয়ে পরীক্ষায় নামবে বাংলাদেশ। সব শেষবার নেতৃত্বে ফিরেও ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজ গিয়েছিলেন সাকিব। দুবাইতে ছুটি কাটিয়ে দেশে ফেরা তামিম আজ রাতেই ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে যাত্রা করবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চার নম্বরে ব্যাটিং ‘স্টুপিড’ সিদ্ধান্ত
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ