গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর যাত্রাবাড়ীতে একটি বাড়িতে অগ্নিকাণ্ডে দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাদের বাবা।
শুক্রবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে মাতুয়াইল এলাকায় একটি টিনশেড বাড়িতে আগুন লাগলে এ হতাহতের ঘটনা ঘটে।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী আজ শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- বাড়ির বাসিন্দা ইকবাল হোসেনের (৫০) দুই ছেলে পলাশ (১২) ও তুষার (৭)।
ইকবালকে দগ্ধ অবস্থায় রাতেই উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করেছে। তার শরীরের ১৪ ভাগ পুড়ে গেছে। ঘটনার সময় ইকবালের স্ত্রী বাসায় ছিলেন না। তিনি কয়েকদিন আগে গ্রামের বাড়ি ময়মনসিংহে যান।
কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো জানা যায়নি বলে জানিয়েছেন ওসি। তিনি আরো জানান, লাশ দুটি থানায় রয়েছে। ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।