Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তুরস্কের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বিক্রি করছে যুক্তরাষ্ট্র

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০১৮, ৮:৪৩ পিএম

তুরস্কের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রি করছে যুক্তরাষ্ট্র। ৩৫০ কোটি ডলারের চুক্তিতে বুধবার অনুমতি দিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর আনাদুলু এজেন্সি।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা বলেছে, ৮০টি প্যাট্রিয়ট গাইডেন্স-ইনহ্যান্স মিসাইল ও ৬০টি অন্যান্য ক্ষেপণাস্ত্রসহ এ সংশ্লিষ্ট উপকরণ আঙ্কারার কাছে হস্তান্তরে পররাষ্ট্র মন্ত্রণালয় অনুমতি দিয়েছে।
চলতি বছরের শুরুতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, রাশিয়ার এস-৪০০ ব্যবস্থা কেনা থেকে বিরত রাখতে তুরস্কের কাছে রেইথিওন কো-প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রির ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি।
২০১৭ সালে রুশ এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পছন্দের আগে চীনা ব্যবস্থার দিকে ঝুঁকেছিল তুরস্ক। যুক্তরাষ্ট্র ও ন্যাটো কর্মকর্তারা তুরস্কের প্রতি বারবার হুশিয়ারি দিয়ে বলেছে, ন্যাটোর বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে রুশ সিস্টেমকে একীভূত করা যাবে না।
এস-৪০০ ব্যবস্থা তুরস্কের লকহিড মার্টিন কোরপস থেকে এফ-৩৫ যুদ্ধবিমান ক্রয়কে ঝুঁকিতে ফেলে দিতে পারে এবং ওয়াশিংটনের সম্ভাব্য নিষেধাজ্ঞা আরোপের ঝুঁকি থাকায় মার্কিন পাট্রিয়টের ব্যাপারে
আগ্রহ প্রকাশ করে তুরস্ক। যার পরিপ্রেক্ষিতে দুই দেশের মধ্যে ৩৫০ কোটি ডলারের চুক্তি হয়।



 

Show all comments
  • shihab uddin ১৯ ডিসেম্বর, ২০১৮, ৯:১৯ পিএম says : 0
    তাহলে কি এস ৪০০ তুরস্ক কিনবেনা? এস ৪০০ শুনেছি খুব কর্যকারি।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্ষেপণাস্ত্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ