Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কলম-পেনসিলে গজাবে গাছের চারা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০১৮, ১২:০২ এএম

ভারতের পশ্চিমবঙ্গে বনাঞ্চল বাড়াতে এক অভিনব পদ্ধতি বেছে নিয়েছে রাজ্যসরকার। সেখানে এমন সব কলম ও পেনসিল তৈরি হচ্ছে, যা থেকে গাছের চারা গজাবে। দেখতে সাধারণ কলম ও পেনসিলের মতোই। কিন্তু তাদের মাথার দিকে এক স্বচ্ছ খোলসে ভরা গাছের বীজ। পলাশ ও কৃষ্ণচূড়ার মতো ফুল, পেয়ারা ও পেঁপের মতো ফল এবং কার্পাস ও শালের মতো গাছ, যা সহজে বড় হয়। এ জন্য খুব বেশি যতœ করতে হয় না। কলমের কালি ফুরিয়ে গেলে সেটি মাটিতে পুঁতে দিলেই কদিন পর বেরিয়ে আসবে চারাগাছ। বিশেষ এক ধরনের কাগজ দিয়ে তৈরি হয় এই পেন, যা মাটির সঙ্গে মিশে যায়। আর পেনসিল তো ব্যবহারের সঙ্গে সঙ্গেই ক্ষয় হতে থাকে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স¤প্রতি পুরুলিয়ায় প্রশাসনিক বৈঠকে গিয়ে এমন কলম দেখে খুবই উৎসাহিত হয়ে ওঠেন। তাৎক্ষণিক সিদ্ধান্তে তিনি এ কলম বিশ্ববাংলা স্টল থেকে বিক্রির স্থায়ী বন্দোবস্ত করে ফেলেন। সরকারি দফতরগুলোকেও নির্দেশ দেন এ কলমের ব্যবহার বাড়াতে। প্রশাসনিক বৈঠকের শেষে মুখ্যমন্ত্রী নিজে এবং রাজ্যের মুখ্যসচিব মলয় দে দুটি খালি কলম বীজসহ পুঁতে দিয়ে আসেন দুটি টবে। জানা গেছে, রাজ্যটিতে কন্যাসন্তানদের উন্নতির জন্য শুরু হওয়া কন্যাশ্রী প্রকল্পের আওতায় এ কলম তৈরি হচ্ছে বেশ কিছু দিন ধরে। ডয়চে ভেলে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চারা

২৪ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ