Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১ কোটি ৬৩ লাখ টাকার চারা বিক্রি

চট্টগ্রামে ১৭ দিনব্যাপী বৃক্ষমেলার সমাপ্তি

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০১৯, ১২:০০ এএম

চট্টগ্রাম উত্তর বন বিভাগের উদ্যোগে লালদীঘি ময়দানে ১৭ দিনব্যাপী বনজ ও ফলদ বৃক্ষমেলা-১৯ শেষ হয়েছে। এবারের বৃক্ষমেলায় বনজ ৮০ হাজার, ফলজ ১ লাখ, ঔষধি বা ভেষজ ৩৬ হাজার, শোভাবর্ধক ৬৫ হাজার, বিরল, বনসাই এবং বিলুপ্তপ্রায় প্রজাতি, অর্কিড, ক্যাকটাস, লতা, গুল্মসহ বিভিন্ন প্রজাতির ৪৯ হাজারসহ এ পর্যন্ত প্রায় ৩ লাখ ৩০ হাজার চারা বিক্রি হয়েছে। যার মূল্য ১ কোটি ৬৩ লাখ টাকা। 

গতকাল (সোমবার) বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন বলেন, অক্সিজেন পেতে হলে বেশি গাছ লাগাতে হবে। বাড়ির আশপাশের আবর্জনা পরিষ্কার করে গাছের চারা লাগাতে হবে। তাহলে এডিস মশার উৎপাত কমবে।
চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. বখতিয়ার নূর সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) জহির আহমেদ। বক্তব্য রাখেন নার্সারি মালিক সমিতির যুগ্ম সম্পাদক স্বপন কান্তি শীল, শাহেলা আবেদীন, চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরী, বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রামের বিভাগীয় বন কর্মকর্তা আবু নাছের মো. ইয়াছিন নেওয়াজ, বন ব্যবহারিক বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ, চট্টগ্রাম অঞ্চলের উপ বন সংরক্ষক ও ব্যবস্থাপনা পরিকল্পনা বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা জি এম মোহাম্মদ কবির, বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কের পরিচালক মতলুবুর রহমান, সহকারি বন সংরক্ষক এ জেড এম হাছানুর রহমান, শওকত ইমরান আরাফাত প্রমুখ।
মেলায় অংশগ্রহনকারি শ্রেষ্ঠ নার্সারী ও স্টলকে পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়। শ্রেষ্ঠ ব্যক্তি মালিকানাধীন নার্সারী স্টল ক্যাটাগরিতে ১ম পুরস্কার লাভ করেছে- বাহাদুর নার্সারী, ডিসিহিল। ২য় পুরস্কার লাভ করেছে- নিউ কসমো নার্সারী, আনোয়ারা। ৩য় পুরস্কার লাভ করেছে- ফতেয়াবাদ নার্সারী, হাটহাজারী। বেসরকারি সংস্থা ক্যাটাগরিতে ১ম পুরস্কার লাভ করেছে- বনসাই ড্রিমস্্, সরাইপাড়া, পাহাড়তলী। ২য় পুরস্কার লাভ করেছে- তিলোত্তমা, আবেদীন কলোনী, লাভ লেন। ৩য় পুরস্কার লাভ করেছে- সবুজ চট্টগ্রাম, কোতোয়ালী মোড়। সরকারি প্রতিষ্ঠান ক্যাটাগরিতে ১ম পুরস্কার লাভ করেছে- বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ। ২য় পুরস্কার লাভ করেছে- বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চারা বিক্রি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ