প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
অভিনেত্রী রানি মুখার্জিকে শেষ দেখা গেছে ‘হিচকি’তে। আগামীতে তাকে ‘মর্দানি’র দ্বিতীয় পর্বে দেখা যাবে। তিনি জানিয়েছেন ‘মর্দানি’ তার খুব প্রিয় চলচ্চিত্র, ‘মর্দানি টু’র কাজ শুরু করতে তার তর সইছে না। “আমার খুব প্রিয় একটি ফিল্ম ‘মর্দানি’ এবং সবসময় তাই থাকবে। মুক্তি পাওয়া থেকেই সবাই আমাকে জিজ্ঞাসা করে আসছে আমি কখনও ‘মর্দানি টু’ ফিল্মের কাজ শুরু করব। আমি নিশ্চিত যে তাদের জন্য নতুন ফিল্মটি নির্মাণের ঘোষণা একটি বড় ধরণের চমক হবে। গোপি অসাধারণ একটি চিত্রনাট্য লিখেছেন, আমাদের সবার পছন্দ হয়েছে। ফিল্মটির শুটিংয়ে অংশ নিতে আমার তর সইছে না,” রানি এক বিবৃতিতে বলেন। ‘মর্দানি’ ২০১৪ সালে মুক্তি পায়; ফিল্মটিতে রানি শিবানী শিবাই রায় নামে এক দুর্ধর্ষ সিনিয়র ইনস্পেক্টরের ভূমিকায় অভিনয় করেন। শিবানীর মিশন ছিল এক শিশু পাচার চক্রের বিরুদ্ধে যার প্রধানের ভূমিকায় অভিনয় করেছিলেন তাহির রাজ ভাসিন। অ্যাকশন ফিল্ম ‘মর্দানি টু’র শুটিং শুরু হবে আগামী বছরের শুরুতে এবং বছরের শেষার্ধে কোনও সময় সেটি মুক্তি পাবে। ভিলেন সম্পর্কে আভাস দিতে গিয়ে রানি বলেন, “শিবানীকে এবার এমন এক মন্দ মানুষের মুখোমুখি হতে হবে যার কোনও দয়ামায়া নেই, নেই কোনও সহানুভূতি স্রষ্টায় বিশ্বাস বা ভয় করে না সে। সে নিখাদ অশুভ। চরিত্রটি অসাধারণ দক্ষতায় লেখা হয়েছে। কে অভিনয় করে তা জানার অপেক্ষায় আছি,” রানি বলেন। যশ রাজ ফিল্মসের ব্যানারে ‘মর্দানি টু’ প্রযোজনা করবেন রানির স্বামী আদিত্য চোপড়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।