বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ভোলা-৪ আসন এর বিএনপি প্রার্থী ও সাবেক এমপি নাজিম উদ্দিন আলম এর বাড়িতে আওয়ামী লীগ কর্মীরা হামলা ও ভাংচুর চালিয়েছে বলে অভিযোগ করেছেন নাজিম উদ্দিন অালম। ঘটনার পর থেকে চরফ্যাশন জুড়ে পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। এদিকে নির্বাচনের পরিবেশ ফিরিয়ে আনতে স্থায়ী ভাবে সেনা মোতায়েনের দাবী করেন নাজিম উদ্দিন আলম। নাজিম উদ্দিন আলম জানান, গত রাতে ভোলার চরফ্যাশন উপজেলার আদর্শপাড়া এলাকায় অবস্থিত তার নিজস্ব বাস ভবনে এ হামলার ঘটনা ঘটে। সোমবার প্রতীক বরাদ্ধের চিঠি নেয়ার জন্য গত রাতে তিনি ভোলা সদরে অবস্থান করলেও বিনা কারনে যুবলীগ ও ছাত্রলীগ কর্মীরা তার বাসায় অতর্কিত হামলা চালায়। এসময় বাড়ির বাহিরে ও ভিতরে ব্যাপক তান্ডব চালায়। তছনছ করে দেয়া হয় পুরো বাসার আসবাবপত্র সহ সবকিছু। তাৎক্ষণিক বিষয়টি জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মোঃ মাসুদ আলম ছিদ্দিক ও পুলিশ সুপারকে অবহিত করেন আলম। তিনি আরও অভিযোগ করে বলেন, তার নেতা-কর্মীদের জোড়পূর্বক আওয়ামী লীগে যোগদান করানো হচ্ছে। যোগদানে অস্বীকৃতী জানালে হামলা ও মারধর করা হচ্ছে। এ অবস্থায় নির্বাচনী লেভেল প্লেইং ফিল্ড আশা করা যায় না। তাই নির্বাচন কালীন সময়ের জন্য সেনা মোতায়েনের দাবী করেন তিনি। এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রনে বলে জানান চরফ্যাশন থানার ওসি মো: এনামুল হক। অপরদিকে চরফ্যাশন পৌর আওয়ামী লীগ সভাপতি পৌর মেয়র বাদল কৃঞ্চ দেবনাথ বলেন, বিএনপির অভ্যন্তরীন কোন্দলে হামলার ঘটনা ঘটেছে। আওয়ামী লীগ হামলা করেনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।