Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুসলিমদের পৃথক রাষ্ট্রের দাবি সঠিক ছিল : ইমরান

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, বর্তমান ভারতে মুসলিমদের অবস্থা প্রমাণ করে যে, তাদের পৃথক রাষ্ট্রের দাবি সঠিক ছিল। শুক্রবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বেলুচ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্যদানকালে তিনি এই মন্তব্য করেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম জিওটিভি। ইমরান খান বলেন, আজ ভারতে মুসলিমদের সঙ্গে যে আচরণ করা হচ্ছে তাতে মানুষ ভালোভাবেই বুঝতে পারছে যে কেন পাকিস্তানের জন্ম হয়েছিল। সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ করা প্রসঙ্গে তিনি বলেন, পাকিস্তান অন্য কারও যুদ্ধে অংশগ্রহণ করবে না, আবার চাপের কাছে নতিও স্বীকার করবে না। আফগানিস্তান সমস্যা সমাধানের জন্য তিনি সবসময় যুদ্ধবিরোধী বলেও উল্লেখ করেন। সম্প্রতি পাকিস্তানের উদ্দেশ্যে লেখা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চিঠি প্রসঙ্গে ইমরান খান বলেন, যারা আগে বলতো ‘আরও বেশি কিছু কর’, আজ তারা সাহায্য চাচ্ছে। এটাই প্রমাণ করে আলোচনার মাধ্যমেই আফগানিস্তান সমস্যা সমাধান সম্ভব। এর আগে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ‘ওয়াশিংটন পোস্ট’কে দেয়া এক সাক্ষাৎকারেও একই ধরনের কথা বলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। এর আগে ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) ‘মুসলিম বিরোধী’ এবং ‘পাকিস্তান বিরোধী’ বলে মন্তব্য করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ‘ওয়াশিংটন পোস্ট’র বরাত দিয়ে একথা জানিয়েছে এবিপি। আমেরিকান গণমাধ্যমটির পক্ষ থেকে ইমরান খানকে প্রশ্ন করা হয়, ক্ষমতায় আসার পর ভারতের সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য আপনি সবরকম চেষ্টা করেছেন কিন্তু ভারত প্রত্যাখ্যান করেছে। এই বিষয়ে আপনার মন্তব্য কী? জবাবে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান বলেন, আমি জানি যে এই মুহূর্তে দেশটিতে নির্বাচন চলছে। সেখানকার শাসক দল মুসলিম বিরোধী এবং পাকিস্তান বিরোধী মনোভাব পোষণ করে। তাই তারা আমার সব প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। চার মাস হতে চলল পাকিস্তানে প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ইমরান খান। ইতোমধ্যে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে আলোচনার প্রস্তাব দেন। নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ সভার ফাঁকে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের প্রস্তাব দেয়া হয়। কিন্তু তা বাতিল করে দেয় ভারত। জিওটিভি।



 

Show all comments
  • আবু আব্দুল্লাহ ৯ ডিসেম্বর, ২০১৮, ৩:৩৬ পিএম says : 0
    IMRAN IS NICE BECAUSE HE IS ANTI INDIA AND INDIA IS A ANTI ISLAM AND OUR ENEMY COUNTRY WE NEED A WEAK INDIA
    Total Reply(0) Reply
  • রিপন ৯ ডিসেম্বর, ২০১৮, ১০:০৩ পিএম says : 0
    আজকের হিন্দুস্তানের যে চরিত্র, - নামাজের জন্যে মসজিদের প্রয়োজন নেই (হিন্দুস্তানী সুপ্রিম কোর্টের রায়), গোরুর জন্যে (মুসলমান) মানুষ মেরে ফেলো (বিজেপির সিদ্ধান্ত), - এসব প্রমাণ করে জান্নাতবাসী মুহম্মদ আলি জিন্নাহ কত নিখুঁত নির্ভুল ছিলেন তাঁর দ্বিজাতিতত্ত্বের উপস্থাপনায়। সেই জিন্নাহকে অবজ্ঞা করেছে একটি মহল, অমন অসাধারণ ধীশক্তির মানুষটিকে ভুল বলে আখ্যা দিয়েছে, অথচ মহাকাল আজ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে কত অভ্রান্ত, কত ত্যাগী নিবেদিতপ্রাণ ছিলেন জিন্নাহ! তা হিন্দুস্তানী ভায়ারা, আমার কিছুতেই বুঝে আসে না, - অত যে গোরুকে মা মা করতে করতে গোহত্যার অপরাধে (?) দেদারসে মানুষ মুসলমান মেরে ফেলছো, সেই গোরুকে নিজেরা মেরে মেরে তার মাংস বিদেশে রপ্তানি করে রুপি হাতাতে একটুও বিবেকে বাধছে না তোমাদের? নিজের মাকে বিক্রি করে অর্থ কামায়, এমন কুলাঙ্গারকে কে-ই বা পছন্দ করে বলো তো দিকিন? নিশ্চয়ই দুসরা কোন মা-বেচা কুলাঙ্গারই হবে সে, নয় কি?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইমরান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ