গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ‘অপেক্ষার পাঁচ বছর শেষ! মায়ের কান্না থামবে কবে?’ শীর্ষক এক সমাবেশে নিখোঁজ (গুম হওয়া) এরশাদ আলীর সন্ধান চেয়েছেন তার পিতা হাজী মাহবুব আলী।
মঙ্গলবার ওই সমাবেশে হাজী মাহবুব আলী বলেন ‘আমি কী নিয়ে বাঁচব। আল্লাহ তুমি আমারে কী করলা। এরশাদ আলী তিনটি মেয়ে ও বউ রেখে গেছেন। এদেরকে আমি কীভাবে লালন-পালন করব। আমি কি আর কখনও এরশাদ আলীকে ফিরে পাব না?’ কান্নাজড়িত কণ্ঠে তিনি এসব কথা বলেন। মায়ের ডাক নামে একটি সংগঠনের ব্যানারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মাহবুব আলী বলেন, এরশাদ আলী ঢাকার বংশাল থানা এলাকায় বসবাস করতো। ২০১৭ সালের ২৮ ডিসেম্বর থেকে সে নিখোঁজ রয়েছে। তিনি আরও বলেন, এরশাদ আলী বিএনপির কর্মী ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।