Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুষ্টিয়ায় দুই নৌকার সংঘর্ষে একজন নিখোঁজ, সাঁতরে বাঁচলেন ১৭ শ্রমিক

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার, | প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০২২, ৮:৫১ পিএম

কুষ্টিয়ার কুমারখালীতে দুই বালুবাহী নৌকার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উবাই সরদার (৪০) নামের একজন শ্রমিক নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় নদী সাঁতরে প্রাণে বেঁচে ফিরেছেন আরও ১৭ শ্রমিক।

সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার শিলাইদহ ইউনিয়নের কোমরকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিখোঁজ উবাই সরদার জেলার ভেড়ামারা উপজেলার বাইশচর ইউনিয়নের দশ মাইল এলাকার জালাল সরদার ছেলে।


স্থানীয় ও নৌকায় থাকায় শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, পাবনার সুজানগরের তারাপুর চর থেকে দুটি বালুবাহী নৌকা আগ-পাছ করে পদ্মা নদী দিয়ে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বারোমাইল ঘাটে যাচ্ছিলেন। পথে বিকেল ৪টার দিকে কুমারখালীর শিলাইদহের কোমরকান্দি এলাকায় পৌঁছালে আগের নৌকা স্রোতে উল্টে যায়। এতে উল্টে যাওয়া নৌকার সঙ্গে পেছনের নৌকার সংঘর্ষ হয়।

সংঘর্ষে দুই নৌকার মাঝিসহ ১৮ জন শ্রমিক পানিতে পড়ে যান। পরে নদী সাঁতরে মাঝিসহ ১৭ জন শ্রমিক তীরে আসতে সক্ষম হন। এ ঘটনায় শ্রমিক উবাই সরদার এখনো নিখোঁজ।

এ বিষয়ে নৌকায় থাকা শ্রমিক আলাউদ্দিন বলেন, ‘তারাপুর থেকে বালু নিয়ে বারোমাইল যাচ্ছিলাম। নৌকায় আমরা ১৪ জন ছিলাম। যাওয়ার পথে কোমরকান্দি এলাকায় আমাদের নৌকা স্রোতে উল্টে যায়। এ সময় অপর নৌকা এসে ধাক্কা দেয়। আমরা সবাই সাঁতরে প্রাণে বেঁচে কিনারে ফিরেছি। কিন্তু উবাই এখনো নিখোঁজ।’

অপর নৌকার শ্রমিক আমজাদ আলী বলেন, ‘হঠাৎ আগের নৌকা স্রোতে উল্টে গেলে আমাদের নৌকায় ধাক্কা লাগে। ধাক্কায় আমাদের নৌকাও উল্টে ডুবে যায়। আমরা চারজন ছিলাম নৌকায়। সাঁতরে সবাই তীরে চলে আসি।’

কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশনের পরিদর্শক মো. বুখতিয়ার উদ্দিন বলেন, নিখোঁজের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। নিখোঁজের সত্যতা পেলে উদ্বার অভিযান চালানো হবে।

কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মন্ডল বলেন, দুর্ঘটনার খবর পেয়েছি। ফায়ার সার্ভিস বিষয়টি নিয়ে কাজ করছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিখোঁজ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ