Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দৌলতখানে পল্টুন থেকে নদীতে পড়ে শিশু নিখোঁজ, উদ্ধারে কোস্টগার্ডের ডুবুরি দল

দৌলতখান(ভোলা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ অক্টোবর, ২০২২, ১০:৩১ পিএম

ভোলার দৌলতখান বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল লঞ্চঘাটের পল্টুন থেকে পড়ে এক শিশু নিখোঁজ হয়েছে। শুক্রবার(২৮ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। শিশুটি উদ্ধারে কাজ করছে কোস্টগার্ডের ডুবুরি দল। দৌলতখান ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, '৯৯৯ -এ ফোন পেয়ে ঘটনাস্থলে যাই। পরে বিষয়টি কোস্টগার্ডের দক্ষিণ জোনকে জানানো হয়। রাত সাড়ে নয়টা থেকে কোস্টগার্ডের ডুবুরি দল শিশুটি উদ্ধারে কাজ করছে। তবে শিশুটির নাম-পরিচয় জানা যায়নি।' প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে শিশুটি পল্টুন থেকে নদীতে পড়ে যায়। পরে স্থানীয় হানিফ মাঝি নামে এক ব্যক্তি নদী থেকে শিশুটিকে উদ্ধারের চেষ্টা করে। তীব্র স্রোতের কারণে মুহূর্তেই তলিয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত শিশুর খোঁজ মেলেনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিখোঁজ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ