Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুই কাশ্মীরে করিডোর দাবি

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৩ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

কর্তারপুর করিডরের মতো এবার দুই কাশ্মীরের মধ্যে করিডর চাইলেন মেহবুবা মুফতি। জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রীর মতে, কর্তারপুর করিডর ভারত ও পাকিস্তান সম্পর্কের মধ্যে নতুন দিক খুলে দিয়েছে। তার আশা এবার দুই কাশ্মীরের মধ্যে করিডর তৈরি হলে তা উপত্যকায় শান্তি ও সমৃদ্ধি ফিরিয়ে আনবে। মেহবুবা চান পাকিস্তান অধিকৃত কাশ্মীর পর্যন্ত সারদা পীঠ করিডর চালু হোক। এতে কাশ্মীর পন্ডিতরা উপকৃত হবেন। মেহবুবা এই মর্মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠিও লিখেছেন। এদিন ট্যুইট করে মেহবুবা জানান, পন্ডিত সম্প্রদায়ের মানুষের সুবিধার্থে পাকিস্তান অধিকৃত আজাদ কাশ্মীর পর্যন্ত সারদা পীঠ করিডর চালু করার জন্য প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছি। কর্তারপুরের মতো এই করিডর উপত্যকায় শান্তি ও সমৃদ্ধি ফিরিয়ে আনার পক্ষে সহায়ক হয়ে উঠবে। কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তান সম্পর্ক তলানিতে। কিন্তু মুফতি মনে করেন এই করিডরের মাধ্যমে দুই দেশ তিক্ত সম্পর্ক কাটিয়ে উঠবে। এক নতুন অধ্যায়ের সূচনা হবে। প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে মুফতি সেই আশাই প্রকাশ করেন। মুফতির এই দাবিকে সমর্থন করেছেন আরো এক সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। ট্যুইট করে তিনি লেখেন, জম্মু-কাশ্মীর, কার্গিল ও লেহ’র টুরটুক পর্যন্ত যত ঐতিহাসিক রুট আছে তা চালু করা হোক। কর্তারপুর করিডরের পর কাশ্মীরের পন্ডিত সম্প্রদায়ের মানুষদের মধ্যে সারদা পীঠ করিডর চালু নিয়ে আশার সঞ্চার হয়। মুফতির আশা পাকিস্তানের প্রধানমন্ত্রীও বিষয়টি বিবেচনা করে দেখবে। কয়েকদিন আগে দুই দেশ কর্তারপুর করিডরের ভিত্তিপ্রস্তর করা হয়। পাকিস্তানের পঞ্জাব প্রদেশে নারোওয়াল জেলায় কর্তারপুর সাহিবে গুরু নানক তার জীবনের শেষ ১৮ বছর কাটান। শিখ সম্প্রদায়ের মানুষের কাছে এই জায়গা খুবই পবিত্র। বহু বছর ধরে দুই দেশের শিখ সম্প্রদায়ের মানুষ এমন এক করিডর চালু করা নিয়ে সরকারকে অনুরোধ জানিয়ে আসছিল। গত মাসে কেন্দ্রীয় সরকার এই করিডর চালু করা নিয়ে সবুজ সঙ্কেত দেয়। পাকিস্তানের নতুন সরকারও এতে সায় দেয়। চলতি সপ্তাহে এই করিডরের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান সম্পন্ন হয়। এসএএম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করিডোর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ