পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
২০ দলীয় জোটের অন্যতম শরীক ও জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি খন্দকার লুৎফর রহমান বলেন, দহগ্রাম আঙ্গোরপোতার মানুষ আজও ভালো নেই, বিভিন্ন দিক থেকে ভারতীয় আধিপত্যবাদী শক্তি তাদের ক্ষতি করার চেষ্টায় লিপ্ত। যার ধারাবাহিকতায় গত ৮ সেপ্টেম্বর মধ্য রাত থেকে ১৭৮ বাই ৮৫ মিটার এর মধ্যে ৯ ফুট চওড়া যে রাস্তাটুকু ভারত সরকার বাংলাদেশের জনগণের চলাচলের জন্য তৈরি করে দিয়েছে সেটি ভেঙে দু’পাশে ৩ ফুট উচু দেয়াল দিয়ে চলাচলের অসুবিধা সৃষ্টি করছে। যা ভারতীয় আধিপত্যবাদী চরিত্রের নগ্ন বহি:প্রকাশ।
গতকাল বুধবার নয়াপল্টনের দলীয় কার্যালয়ে দহগ্রাম-অঙ্গপোতার তিন বিঘা করিডোর অভিমুখে জাতীয় নেতা শফিউল আলম প্রধানের নেতৃত্বে ১৯৮১ সালের ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত গণমিছিল দিবস স্মরণে জাগপা আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, স্বাধীনতার ৫০ বছরেও দহগ্রাম আঙ্গোরপোতার মানুষের সমস্যার সমাধান না হওয়া ও তিন বিঘা কড়িডোরে বাংলাদেশের সার্বভৌত্ব প্রতিষ্ঠা না হওয়া বাংলাদেশের শাসক গোষ্টির চরম ব্যর্থতা। যতদিন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই চলবে ততদিন ভারতীয় আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের জলন্ত পথিকৃত শফিউল আলম প্রধানকে মানুষ স্মরণ করবে শ্রদ্ধার সঙ্গে।
জাগপা সভাপতি খন্দকার লুৎফর রহমানের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন দলের সাধারণ সম্পাদক এস এম শাহাদাত, যুগ্ম সম্পাদক ডা. আওলাদ হোসেন শিল্পী, ঢাকা মহানগর সভাপতি মোহাম্মদ হোসেন মোবারক, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আজাদ, যুব জাগপা’র আহ্বায়ক মীর আমীর হোসেন আমু, মো. ওমর ফারুক প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।