মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল তেলের দাম অন্তত ৬০ ডলার হওয়া উচিত। অবশ্য, দুই সপ্তাহ আগে পুতিন তার দেশের জন্য তেলের দাম ব্যারেলপ্রতি ৭০ ডলার লাগসই বলে মন্তব্য করেছিলেন। বুধবার মস্কোয় এক বিনিয়োগ সম্মেলনে দেয়া বক্তৃতায় পুতিন বলেন, যদি প্রয়োজন পড়ে তাহলে তার দেশ তেল বাজারকে স্থিতিশীল করার জন্য তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেকের সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছে। তিনি বলেন, তেলের বর্তমান মূল্য ‘ভারসাম্যপূর্ণ ও ন্যায্য’ এবং আগামী বাজেট বাস্তবায়নের জন্য যে অর্থ প্রয়োজন তার জন্য মানানসই। আগামী সপ্তাহে ভিয়েনায় তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেকের বৈঠক হওয়ার কথা রয়েছে। তবে এখনো পর্যন্ত তেল উত্তোলন কমানো কিংবা এ নিয়ে মিত্রদের সঙ্গে আলোচনার কোনো কথা বলে নি রাশিয়া। পার্সটুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।