Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পঞ্চগড়ে হানাদার মুক্ত দিবস পালিত

তেঁতুলিয়া (পঞ্চগড়) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ নভেম্বর, ২০১৮, ১২:০২ এএম

পঞ্চগড়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো মুক্ত দিবস। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন ২৯ নভেম্বর হানাদার মুক্ত হয় পঞ্চগড়। তাই দিবসটি উদযাপন উপলক্ষ্যে জেলা মুক্তিযোদ্ধা সংসদ নানা কর্মসূচি পালন করে। জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও জেলা প্রশাসনের আয়োজনে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় বঙ্গবন্ধুশেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পমাল্য অর্পণের মধ্যে দিয়ে দিবসটির সূচনা করা হয়। এরপর একটি বর্ণাঢ্য র‌্যালি নিয়ে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক পরে বধ্যভুমিতে অবস্থিত বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ গোলাম আযম ও মুক্তিযোদ্ধা সংসদের সকল মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি দফতরের প্রশাসনিক কর্মকর্তা শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে দুপুরে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দিবস

২২ ফেব্রুয়ারি, ২০২৩
২১ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ