Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেত্রকোনায় ঘাতক স্বামী আটক

নেত্রকোনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ নভেম্বর, ২০১৮, ১২:০২ এএম

নেত্রকোনা জেলা পরিষদের সামনের সড়কে প্রকাশ্যে দিন দুপুরে পাষণ্ড স্বামীর হাতে স্ত্রী খুন হয়েছে। ক্ষিপ্ত জনতা পাষণ্ড স্বামীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, জেলা শহরের নাগড়া ঢাকাইয়া পট্টির মৃত রামশীল চৌহানের পুত্র ঝালমুড়ি বিক্রেতা বীরবল চৌহান (৩৬) গতকাল বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে জেলা পরিষদের সামনের সড়কে প্রকাশ্য দিবালোকে তার স্ত্রী ঝুমা চৌহানকে (২৫) ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে। এ সময় স্থানীয় জনতা ঘাতক স্বামীকে ধারালো অস্ত্রসহ আটক করে পুলিশে সোপর্দ করে।
ঘাতক স্বামী স্ত্রীকে হত্যার কথা স্বীকার করে বলেন, তার স্ত্রী দেহব্যবসা করায় তাকে হত্যা করা হয়েছে। নেত্রকোনার অতিরিক্ত সুপার এস এম আশরাফুল আলম ঘটনাস্থল পৌঁছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানোর নির্দেশ দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ