Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চীনা কনস্যুলেটে হামলার মাস্টারমাইন্ড দিল্লিতে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

পাকিস্তানের করাচিতে অবস্থিত চীনা কনস্যুলেটে হামলার মূল পরিকল্পনাকারী বর্তমানে নয়াদিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবারের ওই হামলায় দুই পুলিশ কর্মকর্তা ও হামলাকারীসহ পাঁচজন নিহত হয়। এক্সপ্রেস নিউজের বরাত দিয়ে পাকিস্তানের সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদেন বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যের উল্লেখ করে বলা হচ্ছে, শুক্রবার চীনা কনস্যুলেটে হামলার মূল পরিকল্পনাকারী আসলাম ওরফে আচ্চু ভারতের রাজধানী নয়াদিল্লির ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আসলাম নিষিদ্ধ ঘোষিত বেলুচিস্তান লিবারেশন আর্মির বর্তমান কমান্ডার। সূত্র বলছে, আজ থেকে প্রায় দেড় বছর আগে পাকিস্তান নিরাপত্তা বাহিনীর সঙ্গে এক বন্দুকযুদ্ধে আহত হয়ে আচ্চু দিল্লিতে পালিয়ে যায়। নিরাপত্তা বাহিনীর সঙ্গে ওই বন্দুকযুদ্ধে আচ্চুর বেলুচিস্তান লিবারেশন আর্মির অনেক সদস্য নিহত হয়। শুক্রবার করাচীতে হামলার পর নয়াদিল্লিতে চিকিৎসাধীন আচ্চুর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে সন্ত্রাসীরা চীনা কনস্যুলেটের বিদেশীদের লক্ষ্য করে হামলা চালালেও চীনা কোনো নাগরিক সে হামলায় নিহত হয়নি। হামলাকারীদের সঙ্গে বন্দুকযুদ্ধে নিরপত্তাবাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন। এছাড়া নিরাপত্তাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে তিনজন হামলাকারী ঘটনাস্থলেই নিহত হন। এক্সপ্রেস ট্রিবিউন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হামলা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ