Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সবাইকে ছাড়িয়ে গেলেন কেটি পেরি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

এই সপ্তাহের শুরুতে ফর্বসের একটি তালিকা থেকে জানা গেছে সঙ্গীত জগতে সর্বোচ্চ অর্থোপার্জনকারী গায়িকা হলেন কেটি পেরি। ২০১৮তে তিনি প্রাক-ট্যাক্স ৮৩ মিলিয়ন ডলার আয় করেছেন। তার এই আয়ের সিংহভাগ এসেছে তার ‘উইটনেস : দ্য ট্যুর’ সফর থেকে। ফর্বস জানায় এই সফর কার্যক্রম থেকে তিনি প্রতি রাতে ১ মিলিয়ন ডলার করে আয় করেছেন। এছাড়া ‘অ্যামেরিকান আইডল’ অনুষ্ঠানে বিচারক হিসেবেও তিনি উল্লেখযোগ্য আয় করেছেন। ৮০ মিলিয়ন ডলার আয় করে তালিকায় এর পরের স্থানে আছেন টেইলর সুইফ্ট। ফর্বস জানিয়েছে তার ২০১৭-২০১৮তে ‘রেপুটেশন’ ট্যুরের র‌্যাঙ্কিং যদি পড়ে না যেত তাহলে তিনিই প্রথম স্থানে থাকতেন। ৬০ মিলিয়ন ডলার আয়ে তৃতীয় স্থানে আছেন বিয়ন্সে। জুন, ২০১৭তে যমজ সন্তান রুমি ও স্যারের জন্মের পর তিনি বেশ কিছুটা সময় মঞ্চ থেকে অনুপস্থিত থাকেন। এছাড়া তার ‘অন দ্য রান টু’ সফরের র‌্যাংকিংও পড়ে যায় এক সময়। ৫২ মিলিয়ন ডলার আর ৫০ মিলিয়ন ডলার আয়ে এর পরের দুই স্থানে আছেন যথাক্রমে পিঙ্ক আর লেডি গাগা। ৬ থেকে ১০ নম্বরে আছেন যথাক্রমে জেনিফার লোপেজ (৪৭ মিলিয়ন ডলার), রিয়ানা (৩৭.৫ মিলিয়ন ডলার), হেলিন ফিশার (৩২ মিলিয়ন ডলার), সেলিন ডয়ন (৩১ মিলিয়ন ডলার), ব্রিটনি স্পিয়ার্স (৩০ মিলিয়ন ডলার)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সঙ্গীত


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ