Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইনজুরিতে নেইমার-এমবাপে

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

জাতীয় দলের হয়ে একই রাতে প্রীতি ম্যাচে অংশ নেন দুই পিএসজি সতীর্থ নেইমার ও কিলিয়ান এমবাপে। ক্যামেরুনের বিপক্ষে নেইমারের ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে এমবাপের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স ১-০ গোলের একই ব্যবধানে জয়ও পায়। কিন্তু হতাশার ব্যাপার হলো, দুইজনই নিজ নিজ ম্যাচে প্রথমার্ধে চোট নিয়ে মাঠও ছাড়েন।

ইংল্যান্ডের বাকিংহ্যামশায়ারের স্টেডিয়াম এমকেতে অনুষ্ঠেয় ম্যাচের অষ্টম মিনিটে উরুর মাংশপেশীতে চোট পেয়ে খুড়িয়ে মাঠ ছাড়েন নেইমার। আর প্যারিসের ম্যাচে ৩৬তম মিনিটে কাঁধে ব্যথা পান এমবাপে। প্রথমিক পরীক্ষা শেষে নেইমারের ব্যাপারে অভয় দেন দলীয় ডাক্তার। গতকাল নেইমার ও এমবাপের ইনজুরির ব্যাপারে একটি বিবৃতি প্রকাশ করে পিএসজি ক্লাব কতৃপক্ষ। যেখানে লেখা ছিল, ‘নেইমার জুনিয়র ও কিলিয়ান এমবাপে আজ (গতকাল) ডাক্তারি পরীক্ষার মধ্য দিয়ে যাবেন। নেইমার ডান উরুর মাংশপেশীর জন্য, কিলিয়ান এমবাপের জন্য ডান কাঁধ। এ ব্যাপারে আরো নিশ্চিত হওয়ার জন্য তাদেরকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে।’

ধারণা করা হচ্ছে আগামী বুধবার উয়েফা চ্যাম্পিন্স লিগে লিভারপুরের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে পাওয়া যাবে না নেইমারকে। আসরে টিকে থাকতে ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ ফরাসি চ্যাম্পিয়নদের জন্য। পিএসজির জন্য ম্যাচটি প্রতিশধেরও। গত সেপ্টেম্বর প্রথম লেগের ম্যাচে আনফিল্ড থেকে ৩-২ ব্যবধানে হেরে আসে টমাস টাচেলের দল। অবশ্য ম্যাচ শেষে ঐদিনই ভক্তদের আস্বস্থ করে নেইমার বলেন, ‘আমি মনে করি না এটা মারাত্মক কিছু।’

এমবাপের কাছ থেকে তার ইনজুরির ব্যাপারে কিছু জানা জায়নি। তবে কোচ দিদিয়ের দেশমের মতে, ‘মারাত্মকভাবে পড়ে গিয়েছিল এমবাপে। তার কাঁধে কালসিটে পড়ে গেছে। মেডিকেল স্টাফদের কাছ থেকে পরে আমরা বিস্তারিত জানতে পারব। আশা করি বাজে কিছু হবে না।’

চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচের আগে শনিবার ফ্রেঞ্চ লিগ ওয়ানে তুলুজের বিপক্ষে মাঠে নামবে পিএসজি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নেইমার


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ