বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজধানীর উত্তরা থেকে আজহারুল ইসলাম (৪৪) নামে এক ট্রাফিক পুলিশের এক কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে উত্তরা ৯ নম্বর সেক্টরের ৩/ডি রোডের ৩ নম্বর বাসা থেকে এই লাশ উদ্ধার করা হয়। পরিবারের দাবি, আজহারুল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। যদিও তার মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।
নিহত আজহারুল কক্সবাজারে পুলিশের ট্রাফিক বিভাগে পরিদর্শক (টিআই) হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি চাঁদপুরে। তার স্ত্রী তিন ছেলে-মেয়ে নিয়ে উত্তরায় ভাড়া থাকেন।
উত্তরা পশ্চিম থানার এসআই মঞ্জুরুল ইসলাম বলেন, গতকাল সকাল ১০টার দিকে পরিবারের সদস্যরা থানায় কল করে তার আত্মহত্যার বিষয়টি জানায়। পরে পুলিশ বাসায় গিয়ে বিছানায় শয়নরত অবস্থায় আজহারুলকে পায়। পরে তাকে উত্তরার একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এই কর্মকর্তা পরিবারের বরাত দিয়ে আরও বলেন, পরিবারের সদস্যরা পুলিশকে জানায় যে, আজহারুল ফ্যানের সাথে রশি বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে প্রকৃত কারণ জানা যাবে।
প্রসঙ্গত, আজহারুল ইসলাম কুমিল্লার ব্রাহ্মণবাড়িয়াতে কর্মরত ছিলেন। চলতি সপ্তাহে তাকে কক্সবাজারে বদলি করা হয়। কিন্তু কক্সবাজারে তার ভালো না লাগায় ঢাকায় বদলির জন্য আবেদন করার কথা বলে ছুটি নিয়ে আসেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।